ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিয়েরারকে ছুঁয়ে উৎফুল্ল টটেনহ্যাম হটস্পারের এই ইংলিশ স্ট্রাইকার

শিয়েরারকে ছুঁয়ে উৎফুল্ল টটেনহ্যাম হটস্পারের এই ইংলিশ স্ট্রাইকার

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ ডিসেম্বর ২০১৭

শিয়েরারকে ছুঁয়ে উৎফুল্ল টটেনহ্যাম হটস্পারের এই ইংলিশ স্ট্রাইকার

স্পোর্টস রিপোর্টার ॥ আপন আলোতেই জ্বলছেন হ্যারি কেন। মঙ্গলবার সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচেও প্রমাণ করলেন তাকে নিয়ে বিশ্ব ফুটবলে হৈ-চৈ সৃষ্টির কারণ। এ ম্যাচেও যে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন টটেনহ্যাম হটস্পারের এই ইংলিশ স্ট্রাইকার! সেইসঙ্গে এক বর্ষপঞ্জিকায় ইংলিশ প্রিমিয়ার লীগে গড়া এ্যালান শিয়েরারের রেকর্ডকেও ছাড়িয়ে যান তিনি। শুধু তাই নয়, বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসিকে ছাড়িয়ে ২০১৭ সালে ইউরোপের শীর্ষ লীগগুলোতেও সর্বোচ্চ গোলের মালিক বনে যান হ্যারি কেন। এই ম্যাচের আগে ৬৪ ম্যাচ খেলে ৫৪ গোল করে সবার ওপরে ছিলেন লিওনেল মেসি। তবে ২০১৭ সালে আর কোন ম্যাচ ছিল না তাদের। অন্যদিকে বক্সিং ডেতে ম্যাচ থাকায় এলএম টেনকে টপকানোর সুযোগ ছিল হ্যারি কেনের। বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকায় অনেকের কাছেই অনুমিত ছিল তা। সেই সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি তরুণ প্রতিভাবান এই ফুটবলার। মঙ্গলবার সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ শুরুর ২২ মিনিটেই গোল করেন তিনি। আর তাতেই মেসির রেকর্ডে ভাগ বসান হ্যারি কেন। ৩৯ মিনিটে গোলব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফুটবলার। সেইসঙ্গে ছাড়িয়ে যান এলএম টেনকে। ম্যাচের বয়স যখন ৬৭ মিনিট তখন হ্যাটট্রিকটাও পূর্ণ করে ফেলেন হ্যারি কেন। এর ফলে এ বছরে তার ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে গোল সংখ্যা দাঁড়াল ৫৬। অর্থাৎ বর্তমান বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির চেয়েও দুই গোল বেশি হ্যারি কেনের! আর ২০১৭ সাল কাঁপানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে তিন গোল বেশি। ফিফার সেরা ‘দ্য বেস্ট’ এবং রেকর্ড পঞ্চম ব্যালন ডি’অর জয়ী সিআর সেভেন এ বছরে ৫৯ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে জড়িয়েছেন ৫৩ গোল। এছাড়া বেয়ার্ন মিউনিখের তারকা ফুটবলার রবার্ট লেভানডোস্কির এবং পিএসজির এডিনসন কাভানির গোলও রোনাল্ডোর সমান। শুধু তাই নয়, সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে নতুন এক ইতিহাসও রচনা করেন হ্যারি কেন। ৩৬ গোল করে আগেই এ্যালান শিয়েরারের রেকর্ডে ভাগ বসানো হ্যারি কেন এদিন ছাড়িয়ে যান ইংলিশ কিংবদন্তিকেও। এক বর্ষপঞ্জিকায় স্পার্শ তারকার গোল এখন সর্বোচ্চ ৩৯টি। এ্যালান শিয়েরার ৩৬ গোল করে ১৯৯৫ সাল থেকেই এই রেকর্ড নিজের করে রেখেছিলেন। ২০১১ সালে রবিন ভ্যান পার্সি করেছিলেন ৩৫ গোল। প্রায় দুই দশকেরও বেশি সময়ের আগে গড়া শিয়েরারের রেকর্ডকে ছাড়িয়ে দারুণ রোমাঞ্চিত কেন। এ প্রসঙ্গে ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘যখন তার রেকর্ড ছুঁয়ে ফেলি তখন আর রেকর্ড না ভাঙ্গার চিন্তা করাটাই ছিল খুব কঠিন। সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচটা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে শুরু করি। আর স্ট্রাইকার হিসেবে অবশ্যই আমি গোল করতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত রেকর্ডটাকে নিজের করে নিতে পারার আনন্দটা সত্যিই অসাধারণ।’ বিশ্ব ফুটবলে গত এক দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন মেসি-রোনাল্ডো। আর তাদের সঙ্গে তুলনা করায় একটু বেশিই উচ্ছ্বসিত হ্যারি কেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আরও একটা হ্যাটট্রিক করে বছর শেষ করার অনুভূতিটাও দুর্দান্ত। তাছাড়া মেসি-শিয়েরারের মতো ফুটবলারের সঙ্গে তুলনা করাটার অর্থ জীবনের সবকিছুই পাওয়া!’ মঙ্গলবার এই রেকর্ডের দিনে হ্যারি কেনের দলও পেয়েছে বড় জয়। ঘরের মাঠে স্পার্শরা এদিন ৫-২ গোলে উড়িয়ে দেয় সাউদাম্পটনকে। তবে শিরোপা জয়ের আশা আরও আগেই শেষ করে দিয়েছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের প্রথম ২০ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে টটেনহ্যাম। সমানসংখ্যক ম্যাচ খেলে ম্যানইউর সংগ্রহে ৪৩ পয়েন্ট। অবস্থান দুই। আর এক ম্যাচ কম খেলেও সিটির দখলে ৫৫ পয়েন্ট। ৪২ পয়েন্ট নিয়ে চেলসি আছে তিনে। চার নাম্বারে থাকা লিভারপুলের সংগ্রহে ৩৮ পয়েন্ট।
×