ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

থাই আর্ট ক্যাম্পে সাইম রানা

প্রকাশিত: ০৫:৪২, ২৮ ডিসেম্বর ২০১৭

থাই আর্ট ক্যাম্পে সাইম রানা

স্টাফ রিপোর্টার ॥ থাইল্যান্ডের বিখ্যাত সুলালঙ্করণ ইউনিভার্সিটিতে আগামী ২৪ থেকে ২৯ জানুয়ারি ১৬তম ইন্টারন্যাশনাল থাই কালচার ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভিয়েতনাম, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, ফিলিপিন্সসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গীত শিল্পীরা এ ক্যাম্পে যোগ দেবেন। এতে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে। ড. সাইম রানার তত্ত্বাবধানে ১৬তম ইন্টারন্যাশনাল থাই কালচার ক্যাম্পে আরও যোগ দেবেন সঙ্গীত বিভাগের পিএইচডি গবেষক স্মরণ প্রত্যয় ছাড়াও শিক্ষার্থী আজরিন আক্তার, ছায়েদুল হক সানি, নাদিম হোসাইন, ভাষা আশরাফ, রায়হান আনসারী, আনন্দময়ী কুন্ডু, শমিতা বালা ও তুষার মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ড. সাইম রানার নির্দেশনায় ‘মিউজিক অব দ্য রিভার ইন গ্রেট ডেলটা’ গীতিনাট্য পরিবেশিত হবে। পাশাপাশি ‘ট্রাডিশনাল মিউজিক অব বেঙ্গল’ শিরোনামে কর্মশালাও পরিচালনা করবেন তিনি।
×