ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতির কাছে ফুজিমোরির ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ০৫:৩০, ২৮ ডিসেম্বর ২০১৭

জাতির কাছে ফুজিমোরির ক্ষমা প্রার্থনা

পেরুর অসুস্থ সাবেক নেতা আলবার্তো ফুজিমোরির প্রতি প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণার বিরুদ্ধে জনগণ সোমবার লিমার রাস্তায় বিক্ষোভ করেছে এবং ফুজিমোরি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। খবর এএফপির। ফুজিমোরি ক্ষমা পাওয়ার দুদিন পর মঙ্গলবার হাসপাতালে তার শয্যা থেকে এক ফেসবুক ভিডিওতে বলেছেন, আমি জ্ঞাত যে, আমার সরকারের ফলাফল একদিকে বিচক্ষণতা পেলেও আমি স্বীকার করি, অন্যদের হতাশ করেছি এবং তাদের কাছে আমি সর্বান্তকরণে ক্ষমা চাইছি। ৭৯ বছর বয়স্ক ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সালে ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি ও মানবাধিকার অপব্যবহারের জন্য ২৫ বছরের কারাদন্ড ভোগ করছিলেন। রক্তের নিম্নচাপ ও অনিয়মিত হৃদস্পন্দনে আক্রান্ত হওয়ার পর তাকে শনিবার কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। ফুজিমোরি সাদা গাউন গায়ে, ডান হাতে ব্লাড প্রেসার কাফ নিয়ে হাসপাতালের বিছানায় হেলান দিয়ে মনিটরিং ডিভাইসে কথা বলছিলেন। তিনি বলেন, অপ্রত্যাশিতভাবেই আমি এ ক্ষমা প্রার্থনা করছি এবং এতে বেশ আনন্দ ও দুঃখ দুই অনুভূতিই আমার হচ্ছে। প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুকজিনস্কি (পিপিকে) মানবিক কারণে রবিবার ফুজিমোরি ও অন্য ৭ কারাবন্দীর প্রতি ক্ষমা ঘোষণা করেন। প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব কাটিয়ে ওঠার ঠিক কয়েক দিন পর আরেকটি রাজনৈতিক সঙ্কটে নিজেকে জড়ালেন।
×