ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট সীমান্ত খুলে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ॥ স্পীকার

প্রকাশিত: ০৫:২৮, ২৮ ডিসেম্বর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট সীমান্ত খুলে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সঙ্কটের সময় সীমান্ত খুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মোচন করেছেন মানবতার নব দুয়ার, স্থাপন করেছেন মানবতার অনন্য দৃষ্টান্ত। তবে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই এগিয়ে আসতে হবে। বুধবার জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে ফ্রান্সের পার্লামেন্ট সদস্য মি. বুয়ন তানের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করতে এলে স্পীকার আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৫ দফা প্রস্তাবের ভিত্তিতেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। আন্তর্জাতিক সম্প্রদায় শুরু থেকেই বাংলাদেশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে আসছে। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান স্পীকার। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রতিনিধি দলের অপর সদস্য মার্টিন লেগুইলি এমপিও উপস্থিত ছিলেন। স্পীকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ শক্ত ভিতের ওপর অবস্থান করছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ ধারাবাহিকভাবে অর্জিত হচ্ছে, বৈদেশিক রিজার্ভ ১৬শ’ কোটি ডলার ছাড়িয়েছে, রফতানি আয় বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ এবং প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ। তিনি বলেন, জনবান্ধব কর্মসূচী গ্রহণের ফলে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২৩ শতাংশে নেমে এসেছে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে, হ্রাস পেয়েছে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার, মাথাপছিু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ মার্কিন ডলার। মি. বুয়ন তান সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর ও দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফ্রান্স সরকার সব সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে। তিনি এ সময় দু’দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য প্রতিনিধিদল সরেজমিনে অতিদ্রুত কক্সবাজার পরিদর্শন এবং তাদের জন্য স্বাস্থ্য ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করবেন বলে স্পীকারকে অবহিত করেন। স্পীকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকায় ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি-আনিক বুর্দি উপস্থিত ছিলেন।
×