ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাদশ সংসদ নির্বাচন- ইনুর চোখে চার বাধা

প্রকাশিত: ০৫:২৮, ২৮ ডিসেম্বর ২০১৭

 একাদশ সংসদ নির্বাচন- ইনুর চোখে চার বাধা

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে মোটাদাগে আগামী দিনে চারটি প্রতিবন্ধকতা দেখছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে চলেছে। নির্বাচনের জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করছে। এরপরেও আমরা মনে করছি, বাংলাদেশে আসন্ন নির্বাচন বানচালের চক্রান্ত খালেদা জিয়ারা অব্যাহত রেখেছেন। যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া সহায়ক সরকার, অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার প্রস্তাব অব্যাহত রাখবেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন বানচালের চক্রান্ত চালু থাকবে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জাসদ আয়োজিত মিছিলপূর্ব সমাবেশ থেকে তিনি আরও বলেন, এই মুহূর্তে আমরা চারটি চ্যালেঞ্জ দেখছি। এই চারটি চ্যালেঞ্জ হলো- এক- বেগম জিয়া এবং বিএনপির নির্বাচন বানচালের চক্রান্ত, দুই- যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করা। তিন- রাজাকার, জঙ্গী, বিএনপি এবং খালেদা জিয়া ও সাম্প্রদায়িক চক্রকে ক্ষমতার বাইরে রাখা এবং চার- উন্নয়নের ধারা অব্যাহত রাখা। এই চারটি চ্যালেঞ্জ মোকাবেলা করার মধ্য দিয়েই বাংলাদেশে সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব। যথাসময়ে নির্বাচন করা সম্ভব।
×