ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্ষুদ্রতম আবাসিক দ্বীপ

প্রকাশিত: ০৫:২৭, ২৮ ডিসেম্বর ২০১৭

ক্ষুদ্রতম আবাসিক দ্বীপ

পৃথিবীর সবচেয়ে ছোট আবাসিক দ্বীপটির আয়তন কতটুকু হতে পারে? আন্দাজ করতে বললে নানাজন নানা কথা বলবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলেক্সান্ডার বে-তে অবস্থিত ওই দ্বীপটি আপনার ঘরের একটি কক্ষের সমান হতে পারে। আর এ জন্যই এটির নাম রাখা হয়েছে ‘জাস্ট রুম এনাফ’। অর্থাৎ আপনার ঘরের একটি শয়নকক্ষ যতটুকু হতে পারে, এটির আকারও ঠিক ততটুকু হবে। সেন্ট লরেন্স নদীতে ১৮৬৪টির মতো দ্বীপ আছে। সেই দ্বীপের একটি হচ্ছে ‘জাস্ট রুম এনাফ’। ওই নদীটি নিউইয়র্ক থেকে কানাডার অন্টারিও প্রদেশকে আলাদা করেছে। এক সময় পৃথিবীর ছোট্ট এই আবাসিক দ্বীপটি হাব আইল্যান্ড নামে পরিচিত ছিল। পঞ্চাশের দশকে একটি পরিবার ওই দ্বীপটি কিনে নিয়ে নাম দেয় সাইজল্যান্ড। পরবর্তীতে নাম বদলে রাখা হয় ‘জাস্ট রুম এনাফ’। পুরো দ্বীপজুড়ে একটি কুঁড়েঘর ও একটি গাছ আছে। সেখানে এর বাইরে একটু জমিও খালি নেই । পরিবারটি সাপ্তাহিক ছুটির দিনগুলো ওই দ্বীপে গিয়ে কাটায়। কিন্তু কখনও কখনও অতি আগ্রহী পর্যটকরা এসে দ্বীপটির ক্ষতি করে যায়। কেউ কেউ এসে গাছের পাতা ছিঁড়ে ফেলে। দ্বীপটির মোট আয়তন হবে ৩,৩০০ বর্গফুট। যা এক একরের তিন ভাগের একভাগ। একটা টেনিস কোর্টের জন্য এই জায়গাটুকু যথেষ্ট। এটি পৃথিবীর সবচেয়ে ছোট আবাসিক দ্বীপ হিসেবে গিনিস বুক অফ ওয়াল্ডে স্থান পেয়েছে। -মেইল অনলাইন
×