ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৭

প্রকাশিত: ০৫:২৬, ২৮ ডিসেম্বর ২০১৭

 সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ বগুড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারীসহ চারজন নিহত হয়েছেন। অন্যত্র সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনজন। আহত হয়েছেন ৩২। বুধবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ মোকামতলার পাকুরতলা এলাকায় বুধবার ভোরে বগুড়া-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আবুল বাশার (৫৫), মনোয়ারা বেগম (৫৫), রামকৃষ্ণ ওরফে কান্তেশ্বর (৩৮) ও আশরাফুল (৩৫)। পুলিশ জানায়, সাদ্দাম এন্টারপ্রাইজ নামে একটি বাস ভোরে নরসিংদী থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুরতলার বিহারপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই পথচারীসহ তিনজন মারা যান। আহত অবস্থায় ১৩ জনকে বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়। রাজশাহী ॥ তানোর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুটুলি গ্রামের এনাম আলীর ছেলে। বুধবার দুপুরে তানোর পৌরসভার জিউল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, সড়কে একটি ভটভটি সামনের আরেকটি ভটভটিকে ধাক্কা দেয়। এ সময় সামনের ভটভটিটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় পেছনের টেম্পুর সামনে বসে থাকা যাত্রী শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হন আরও চারজন। এদিকে নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় (র‌্যাব অফিসের সামনে) বুধবার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় উল্টে যায়। এতে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা ॥ সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভুতমারা এলাকায় বুধবার দুপুরে বালুবাহী ভটভটি (ট্রলি) এর চাকায় পিষ্ট হয়ে আনিছুর রহমান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। আনিছুর ওই ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আনিছুর রহমান বাইসাকেলযোগে উপজেলা সদরে যাওয়ার সময় ভূতমারা-রাঘবপুর সড়কে বালুবাহী একটি ভটভটি পেছন থেকে তাকে ধাক্কা দিলে সে পাকা রাস্তায় পড়ে যায়। এ সময় অপর একটি ভটভটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। সাভার ॥ আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। বুধবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন আব্দুল লতিফ মন্ডল। তিনি ফ্যান্টাসি কিংডমে কর্মরত ছিলেন। জানা গেছে, সকালে সড়কের জামগড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির বাস লতিফ মন্ডলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×