ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম দলের মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: ০৫:২৪, ২৮ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম দলের মিছিলে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংক ও আর্থিক খাতের ‘দুর্নীতি-লুটপাটের প্রতিবাদে’ বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম দলগুলোর মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের দিকে যাত্রা শুরু করেন। দৈনিক বাংলা মোড় পার হওয়া মাত্র মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা বাধা ডিঙাতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। কাঁটাতারের বেরিকেড পেরিয়ে মিছিলটি কয়েকদফা মতিঝিল অভিমুখে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ বাম নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ সময় পুলিশি বাধার নিন্দা জানিয়ে নেতাকর্মীদের রাস্তায় বসে পড়ার নির্দেশ দেন। বেলা ১২টার দিকে সেখানে দ্বিতীয় সমাবেশ হয়। বাম নেতারা সমাবেশে বলেন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে ‘চুরি, দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের’ প্রতিবাদেই তাদের এ কর্মসূচী। সাইফুল হক বলেন, ফার্মার্স ব্যাংক ব্যাংকিং খাতে লালবাতি জ্বালিয়ে দিয়েছে। এই ব্যাংকটি আবার চালু করার পাঁয়তারা চলছে। একটি জরিপ করে দেখা গেছে বাংলাদেশে এখন অর্ধেকেরও বেশি ব্যাংক দেউলিয়া ঘোষণা করার মতো অবস্থায় আছে। বাম নেতারা বলেন, বিদেশকে সেকেন্ড হোম বানিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। খালেদা জিয়ার ২০০ কোটি টাকা পাচারের বিচার হচ্ছে। অথচ ওই সময় যে আরও হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং গত নয় বছরেও যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এ সবের বিচারও করতে হবে। লুটেরাদের চিহ্নত করে বিচারের আওতায় আনতে দুদক ও সচিবালয়ও ঘেরাও করা হবে বলে হুঁশিয়ার করেন সাইফুল হক। তিনি বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের মত বিদেশের অর্থ পাচারকারীদেরও বিচার হবে। সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম সরকারের সমালোচনা করে বিদেশে অর্থ পাচারকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। বাসদ নেতা রাজেকুজ্জামান রতন বলেন, গত এক বছরে ৭৩ হাজার কোটি টাকা পাচার হয়েছে। সরকারই টাকা পাচারের সুযোগ করে দিচ্ছে। শ্রমিক নেত মোশরেফা মিশু বলেন, মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে রানা প্লাজার ধস নিয়ে কী বলেছিলেন তা সবাই জানেন। আর ফার্মার্স ব্যাংকের কী অবস্থা করেছেন তিনি? কিছু ছাত্রলীগ নেতাও গত কয়েক বছরে কোটিপতি হয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি। অন্যদের মধ্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দন সমাবেশে বক্তব দেন। মিছিলে বাধা দেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার শিবলী নোমান বলেন, এটা একটা বাণিজ্যিক এলাকা।
×