ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোবাইল কোর্টের মাধ্যমে ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে ॥ হাইকোর্ট

প্রকাশিত: ০৫:২৪, ২৮ ডিসেম্বর ২০১৭

মোবাইল কোর্টের মাধ্যমে ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে ॥ হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল কোর্টের মাধ্যমে ক্ষমতার অপপ্রয়োগ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দিনাজপুরে এসি ল্যান্ডের কক্ষে বসা নিয়ে বাগবিত-ার জেরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জ্যেষ্ঠ এক আইনজীবীকে সাজা দেয়ার ঘটনায় বুধবার হাইকোর্টের বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই মন্তব্য করেন। আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু এই ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রেই মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে। ক্ষমতা দেয়া হয় সঠিক প্রয়োগের জন্য। কিন্তু তার অপপ্রয়োগের বিষয়ে ঝোঁক বেশি দেখা যায়। দিনাজপুরে এসি ল্যান্ডের কক্ষে বসা নিয়ে এক আইনজীবীকে সাজা দেয়ার ঘটনায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়কে তলব করে গত ১৭ ডিসেম্বর আদেশ দেন হাইকোর্ট। নির্দেশ মোতাবেক বিরোদা রানী রায় আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক দেন আদালত। আইনজীবী নিরোদ বিহারী রায়ের পক্ষে ছিলেন সৈয়দ মহিদুল কবির ও কাজী হেলাল উদ্দিন। অন্যদিকে এসি ল্যান্ড বিরোদা রানী রায়ের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মামুন মাহবুব। শুনানি শেষে আইনজীবী মামুন মাহবুব সাংবাদিকদের বলেন, আজকে আমরা মৌখিকভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। আদালত বলেছেন লিখিতভাবে ক্ষমা চাইতে। আগামীকাল আমরা তা লিখিতভাবে আদালতে দাখিল করবো। আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামীদিন ঠিক করে দিয়েছেন। অন্যদিকে আইনজীবী কাজী হেলাল উদ্দিন বলেন, আইনজীবীদের মর্যাদার প্রশ্নে এ ঘটনাটি আমরা আদালতের নজরে আনি। আমি মনে করি মোবাইল কোর্টের মাধ্যমে একজন প্রাকটিশনার আইনজীবীদের সাজা দেয়া মোবাইল কোর্টের আইনের অপব্যবহার। এই ধরণের অপব্যবহার যারা করেন তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। গত ১৪ ডিসেম্বর একটি দৈনিকে প্রকাশিত খবর আদালতের নজরে আনেন সুপ্রীমকোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির ও কাজী হেলাল উদ্দিন। আইনজীবী কাজী হেলাল উদ্দিন বলেন, একটি নামজারির মামলায় শুনানি করতে গেলে আইনজীবী নিরোদ বাহারী রায়কে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের করাদন্ড- দেন ভুরুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়। নিরোদ বাহারী রায়কে সাজা দেয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।’
×