ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জীবনের নিরাপত্তা বিপন্ন

প্রকাশিত: ০৫:২২, ২৮ ডিসেম্বর ২০১৭

জীবনের নিরাপত্তা বিপন্ন

ছিনতাইকারীরা শুধু কক্সবাজার নয় ঢাকাসহ সারাদেশে তৎপর রয়েছে। সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। এমন কি ছিনতাইকারীরা ছিনতাই করতে গিয়ে মানুষের জীবনও ছিনিয়ে নিচ্ছে। কক্সবাজারে এ রকম ঘটনা ঘটেছে। সম্প্রতি বাংলাদেশের প্রধান পর্যটন এলাকা কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে গিয়ে একজন ট্যুরিস্ট প্রাণ দিল ছিনতাইকারীদের হাতে। একজন পর্যটক লেখক ও ট্যুরিস্ট হিসেবে এ জন্য মর্মাহত। ছিনতাইকারীদের হাতে যে ট্যুরিস্ট প্রাণ দিল তার নিকটতম আপনজনরাই বুঝবেন এ হত্যাকা-ের মর্মব্যথা। অর্থাৎ যার যায় সে বুঝে। বিশ্বের প্রধান সমুদ্র সৈকত কক্সবাজারকে নিয়ে আমরা কত গর্ব করি। অথচ সেই কক্সবাজারে আজ ছিনতাইকারীদের হাতে ট্যুরিস্টের প্রাণ যাওয়ার ঘটনা ঘটল। যেখানে গেলে জীবনের নিরাপত্তা নেই সেই কক্সবাজারের প্রতি পর্যটকদের আগ্রহ কী আর থাকবে? ক’দিন হয়ত নিরাপত্তার মহড়া চলবে, আবার কিছুদিন পরে নিরাপত্তার চাদর সরে যাবে- এই তো হয়। তবুও সংশ্লিষ্ট বিভাগের নিকট প্রত্যাশা কক্সবাজারে আসা ট্যুরিস্টদের জীবনের নিরাপত্তা দিন। রূপনগর, ঢাকা থেকে
×