ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিজা জাহান

ছিনতাই’ রোধে সোচ্চার হোন

প্রকাশিত: ০৫:২০, ২৮ ডিসেম্বর ২০১৭

ছিনতাই’ রোধে সোচ্চার হোন

ছিনতাইকারীর হাতে প্রাণ হারানো কিংবা নির্মম ঘটনার শিকার এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এর বাইরেও অহরহ ছিনতাই এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। কোন খবর পত্রিকার পাতায় প্রকাশিত হয় আবার কোন খবর আড়ালেই থেকে যায়। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রক্ষা পাচ্ছে না এই ছিনতায়ের কবল থেকে। সম্প্রতি তিন তিন বার ছিনতাইয়ের শিকার হয়েছেন বেসরকারী কর্মকর্তা। ছিনতাইকারীরা যখন হুমকি দেয় তখন বাধ্য হয়েই সবকিছু দিয়ে দিতে হয় প্রাণের ভয়ে। কারণ যারা ছিনতাইয়ের শিকার হয় তারাই উপলব্ধি করতে পারে সেই মুহূর্তটা কেমন। সামাজিক অস্থিরতা দিন দিন যেভাবে বাড়ছে তাতে রাজনৈতিক সমঝোতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া এর দমন সম্ভব না। ছিনতাই যেন এক নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়ে গেছে, যার কবলে পড়ে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ আবার অনেকে সর্বস্ব হারাচ্ছে। তাই এই ছিনতাই রোধে সবাইকে সোচ্চার হতে হবে এক সঙ্গে। তাদের দমন করতে হবে আর এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সর্বোপরি। ছিনতাই ঠেকাতে সারাদেশে পুলিশকে আরও তৎপর হতে হবে। যেসব এলাকা অপরাধপ্রবণ বলে চিহ্নিত সেসব এলাকায় দিনে ও রাতে পুলিশ টহলের ব্যবস্থা বাড়াতে হবে। ছিনতাইকারীরা কোথাও কোন নতুন টিম গঠন করছে কিনা সেদিকে বিশেষ নজর দিতে হবে। মিঠাপুকুর, রংপুর থেকে
×