ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯ পৌরসভা ও ১১৫ ইউপিতে ভোটগ্রহণ আজ

প্রকাশিত: ০৫:১৭, ২৮ ডিসেম্বর ২০১৭

৯ পৌরসভা ও ১১৫ ইউপিতে ভোটগ্রহণ আজ

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা-জেলা পরিষদ মিলিয়ে ১২৭ স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন পদে ভোট গ্রহণ করা হচ্ছে আজ। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এসব স্থানীয় সরকার পরিষদে কোনটিতে সাধারণ নির্বাচন, স্থগিত কেন্দ্রের নির্বাচন এবং বিভিন্ন কারণে শূন্য হওয়া পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তা বিরতি ছাড়াই চলবে বেলা চারটা পর্যন্ত। তবে জেলা পরিষদের নির্বাচনে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হবে তা চলবে বেলা দুইটা পর্যন্ত। জেলা পরিষদের নির্বাচনে শুধু জনপ্রতিনিধিরা ভোট দেবেন। অন্যগুলোতে ভোট দেবেন সাধারণ ভোটাররা। ইতোমধ্যে এসব স্থানীয় সরকার পরিষদের নির্বাচন সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ব্যালট পেপারসহ ভোটার সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ইসি জানিয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদে দলীয় ভিত্তিতে ভোট অনুষ্ঠিত হবে। এর বাইরে সদস্য কাউন্সিলর পদে নির্দলীয় ভোট অনুষ্ঠিত হবে। ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, বৃহস্পতিবার ৯ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ছয়টিতে সাধারণ নির্বাচন এবং ৩টিতে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। পাশাপাশি ১১৫ ইউনিয়ন পরিষদেরও আজ ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ৩৭টি ইউপিতে সধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে বিভিন্ন সময় নির্বাচন স্থগিত করা হয়েছিল। এছাড়া ৭৮টি ইউপিতে বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদের ২টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও ১টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, নির্বাচন সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে, আইন শৃঙ্খলাবাহিনী রয়েছে মাঠে। সুষ্ঠু ভোট আয়োজনের স্বার্থে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশনা দিয়েছে কমিশন। এ উপজেলার ১৫ ইউপিতে সাধারণ ও ৪টিতে বিভিন্ন পদে উপনির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে আজ। নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা এবং জোয়ারী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। ইতোমধ্যে ভোটার সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। বনপাড়া পৌরসভার ১২ টি কেন্দ্রের ৬৭টি কক্ষে এই ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে পৌরসভার ১২ নং ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। পৌরসভার মোট ১২টি ওয়ার্ডের ২১ হাজার ৩০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এইসব কেন্দ্রের নিরাপত্তার জন্য ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র পুলিশসহ ১শ’৪৪ জন পুলিশ সদস্য, ৬ শ’১২ জন আনসার ব্যাটেলিয়ন, ভিডিপি ও সাধারণ আনসার নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া ৪ প্লাটুন বিজিবি এবং র‌্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। বনপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র কেএম জাকির হোসেন ও বিএনপি প্রার্থী মহুয়া নূর কচি প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, বিরল পৌরসভা ও রাজারামপুর ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো নির্বাচন আজ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিরল পৌরসভায় নির্বাচনে মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের সবুজার সিদ্দিক সাগর (নৌকা), বিএনপির লিয়াকত আলী (ধানের শীষ)। কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৮ হাজার ৯৯৮ জন ভোটার গোপন ব্যালটে তাদের রায় প্রদান করবেন। পৌরসভা ও ১টি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, একযুগ পর অবশেষে বাঘা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। ভোট গ্রহণের সব আয়োজন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে এবার প্রথম দু’টি রাজনৈতিক দল থেকে দলীয় প্রতীকে ভোট করছেন দুইজন মেয়র প্রার্থী। এ ছাড়াও ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র আক্কাছ আলী নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার রয়েছে ২৭ হাজার ৭৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১৭ ও নারী ভোটার ১৩ হাজার ৭৭২ জন। নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, দীর্ঘ ১৭ বছর আইনী জটিলতায় স্থগিত গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আইনী জটিলতা নিরসনের পর এ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হয়। ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিএনপিসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন মোঃ জাকির হোসেন, বিএনপির আবুল কালাম আজাদ। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৫ জন। স্টাফ রির্পোটার, নীলফামারী থেকে জানান, কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে প্রশাসনের পক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে একজন নারীসহ মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে তিন জন দলীয় ও ৫ জন স্বতন্ত্র। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মোজাহার হোসেন (নৌকা) বিএনপির জিকরুল হক (ধানের শীষ)। গাড়াগ্রাম ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৪৮৮। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মনোয়ার হোসেন বলেন, আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×