ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

বিবেকের সাহসী উচ্চারণ কথামালায় সুফিয়া কামাল স্মরণ

প্রকাশিত: ০৫:১০, ২৮ ডিসেম্বর ২০১৭

বিবেকের সাহসী উচ্চারণ কথামালায় সুফিয়া কামাল স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ ‘কবি বেগম সুফিয়া কামালের জীবন বিস্ময়ের। অত্যন্ত সরল ও সাদাসিধে জীবনযাপন করেছেন তিনি। আমার মনে আছে উনি রান্নাঘরে রাধছেন, আর কবিতা লিখছেন। আমি পেছন থেকে হঠাৎ গলা জড়িয়ে ধরে ঝুলে পড়েছিলাম। বলছিলেন ছাড়-ছাড়, আমাকে কাজ করতে দে। তিনি সবসময় সমাজের মুক্তির মধ্যে নিজের মুক্তি খুঁজেছেন। কখনো নিজের জন্য কিছু কামনা করেন নাই, সবটাই সমাজের জন্য করেছেন। সারাজীবন আত্মবিশ্বাসের মধ্যে থেকে নিজের কাজ করে গেছেন। তার কবিতার মূল্য চিরকালীন দুর্লভ’ বুধবার বিকেলে জাতীয় জাদুঘর আয়োজিত কবি সুফিয়া কামাল স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত স্মরণানুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাংবাদিক দিল মনোয়ারা মনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। আয়েশা খানম বলেন, বেগম সুফিয়া কামাল নিজে গড়ে ওঠার পাশাপাশি তার চার পাশ গড়ে তুলেছেন। বিবেকের সাহসী উচ্চারণ বেগম সুফিয়া কামাল। তিনি জাতীয় জাগরণের নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু সংগঠনই করেন নাই, একটা বড় প্রজন্মকে লালন করেছেন। জীবনের পুরোটা সময় পথ হেঁটেছেন, পথ তৈরি করেছেন। এ ধরনের ব্যক্তিত্বকে অনুস্মরণ করে আমরা পরবর্তী প্রজন্ম যে কাজ করে যাচ্ছি এবং এটা যে কতটা ব্যবহার করছি তা বিচার্য বিষয়। গোলাম কুদ্দুছ বলেন, কবি সুফিয়া কামাল জীবনকে বহুমাত্রিকতায় পরিণত করেছেন। লেখিকা থেকে শুরু করে নারীজাগরণের নেতৃত্ব, পাশাপাশি রাজনৈতিক কর্মকা-েও রেখেছেন দক্ষতার পরিচয়। রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার প্রতিবাদে ছিলেন মুখ্য। এছাড়া ছায়ানট প্রতিষ্ঠায়ও তার অসামান্য অবদান। তার জীবনাদর্শ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা জরুরী। শুরুতে লিখিত বক্তব্য রাখেন সাংবাদিক দিল মনোয়ারা মনু। দেশব্যাপী শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে দেশের ৬৪টি জেলায় একযোগে শুরু হচ্ছে ‘শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭’। শিশুদের শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল, মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। বাতিঘর গ্রন্থ বিপনীর যাত্রা শুরু হচ্ছে কাল ॥ বিশ্বসাহিত্য কেন্দ্র’র সঙ্গে যৌথভাবে আধুনিক ও মানসম্পন্ন বই বিপনী কেন্দ্র ‘বাতিঘর’ যাত্রা শুরু করছে আগামীকাল শুক্রবার। এ উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। গৌড়ীয় নৃত্য ‘সকল রসের ধারা’ ॥ রবীন্দ্র ও নজরুল সঙ্গীত সহযোগে গৌড়ীয় নৃত্য আঙ্গিকে ‘সকল রসের ধারা’ শীর্ষক নৃত্য পরিবেশিত হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বুধবার সন্ধ্যায়। নৃত্য ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ড. মহুয়া মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় ছিলেন অমিতাভ মুখোপাধ্যায়। চবিতে ৩ দিনব্যাপী নাট্য উৎসব ॥ চবি সংবাদদাতা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক নাট্য উৎসব। ‘সৃজনে ছন্দে, সৃষ্টির আনন্দে’ এই স্লোগানকে ধারণ করে ২ জানুয়ারি শুরু করে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। বুধবার দুপুরে নাট্যকলা বিভাগের সেমিনার লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
×