ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘রোহিঙ্গাদের একই স্থানে রাখা উচিত হয়নি’

প্রকাশিত: ০৫:০৯, ২৮ ডিসেম্বর ২০১৭

‘রোহিঙ্গাদের একই স্থানে রাখা উচিত হয়নি’

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গাদের একই স্থানে রাখা উচিত হয়নি। এটি ভুল সিদ্ধান্ত হয়েছে। একই স্থানে রাখার কারণে কোন ছোঁয়াছে রোগ সৃষ্টি হলে তা মহামারি আকার ধারন করতে পারে। আগুন লাগলে সব পুড়ে যাবে। বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। অনাকাক্সিক্ষত কোন ঘটনা ঘটলে এর পরিণাম হবে ভয়াবহ। একই জায়গা থেকে ১০ লাখ না হোক ৫ লাখ মানুষ আওয়াজ করলে তা হবে ভয়ঙ্কর গর্জন। আর তারা আন্দোলনে নামলে তা হবে দেশের জন্য মহাবিপদ। তখন তাদের নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে। তাই তাদের দেশের বিভিন্ন স্থানে স্থানান্তর করার এখনও সময় আছে। আর সবচেয়ে ভাল হয় জাতিসংঘের মাধ্যমে তাদের বিভিন্ন রাষ্ট্রে স্থানান্তর করতে পারলে। কারণ রোহিঙ্গারা কত বছর থাকবে তাদের কোন নির্দিষ্ট সময়সীমা নেই। কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এক মতবিনিময় বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও জাপান উন্নয়ন সংস্থা আইসি নেট এর পরামর্শ কনসালটেন্ট আলী ইমাম মজুমদার, মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত সচিব (অব) শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আশরাফ হোসেন, আইসি নেট এর প্রতিনিধি নাকামুরা, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাংবাদিক দীপক শর্মা দীপু। বক্তারা আশঙ্কা করে বলেন, স্থানীয়দের চাকুরি হচ্ছেনা। বেকার হয়ে পড়েছে স্থানীয়রা। আর এখনও চাকরি পাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা। আর তারা হতে পারে দেশের বিপদের কারণ। তাছাড়া এমনিতেই রোহিঙ্গা ক্যাম্পে নানা অপরাধ কর্মকা- চলছে। অন্যদিকে কিছু এনজিও নেতিবাচক কর্মকা- চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী চক্র, মৌলবাদী জঙ্গীগোষ্ঠি, বিতর্কিত এনজিওরা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য রোহিঙ্গাদের দেশবিরোধী কর্মকা-ে নিয়োজিত করার চেষ্টা চালাচ্ছে। এই জন্য সতর্ক থাকতে হবে। বুধবার সকালে টেকনাফ উপজেলা মিলনায়তনেও অনুরূপ একটি মতবিনিময় সভা হয়েছে এতেও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সাবেক ভাইস চেয়ারম্যান এইচএম ইউনুছ বাঙ্গালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, টেকনাফ মডেল থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, টেকনাফ উপজেলা সহসভাপতি জহির হোসেন এমএ, প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, আইসি নেট’র প্রতিনিধি নাকামুরা। ৩৫ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক ॥ টেকনাফে চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ এক রোহিঙ্গাকে আটক করেছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল টেকনাফের হ্নীলা নয়াপাড়া অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির বাসিন্দা আকিয়াব জেলার মন্ডু ঢংখালীর বশির আহমদের পুত্র রশিদ উল্লাহকে ৩৫ হাজার ইয়াবা বড়িসহ আটক করে।
×