ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে ও. কাদের

পদ্মা সেতুর অগ্রগতি ৫০ ভাগ, দ্বিতীয় স্প্যান মধ্য জানুয়ারিতে

প্রকাশিত: ০৫:০৭, ২৮ ডিসেম্বর ২০১৭

পদ্মা সেতুর অগ্রগতি ৫০ ভাগ, দ্বিতীয় স্প্যান মধ্য জানুয়ারিতে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর সামগ্রিক অগ্রগতি ৫০ শতাংশ। মূল সেতুর কাজ অনেক এগিয়ে গেছে। পদ্মা আমাজানের মতো একটি নদী, একেবারে অনিশ্চিত। নির্দিষ্ট তারিখ দিয়েও আমরা সেই নির্ধারিত সময় রাখতে পারি না। ২য় স্প্যান বসাতে আমাদের আরও একটু সময় লাগবে, যেটা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। পদ্মার নিচে এত বেশি অনিশ্চিত পরিস্থিতি সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। আমাদের টার্গেট আমরা যথাসময়েই শেষ করব। একটি-দুটি স্প্যান বসার পর এরপর সাত দিন আট দিন পর আরও ৩৯টি স্প্যান বসাতে পারবে। কাজেই যথাসময়ে কাজ শেষ হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলার নবনির্মিত মোস্তফাগঞ্জ সেতু উদ্বোধন এবং একই সঙ্গে আরও চারটি সেতুর উদ্বোধন ঘোষণা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এই সময় তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ মামনুর রশীদ, সিরাজদিখান ইউএনও তানভীর মোঃ আজিম, শ্রীনগর ইউএনও জাহিদুল ইসলাম, এএসপি কাজী মাকসুদা লিমা ও আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার কবির প্রমুখ। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তার ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ৬ কোটি টাকা ব্যয়ে শ্রীনগর সড়ক ও জনপথ পরিদর্শন বাংলোর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতর প্রায় ছয় মাসে গুরুত্বপূর্ণ এই ৫টি সেতুর কাজ সম্পন্ন করে। এর আগে এই পাঁচটি সেতুই ছিল ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ। প্রত্যেকটি সেতু ১৮-২০ মিটার লম্বা ও সোয়া ১০ মিটার চওড়া আর সিসি (পিসি) সেতু। প্রত্যেকটি সেতুর ব্যয় হচ্ছে ৫-৬ কোটি টাকা। চলতি বছরের ১৭ জুন সেতুমন্ত্রী মুন্সীগঞ্জের ৩০টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কাজ শুরু হয়। এর মধ্যে ৫ টি সেতুর কাজ শেষ হয়েছে এবং বাকি ২৫টি সেতুর কাজ চলমান আছে। এছাড়া আরও ২০টি সেতুর অনুমোদনের প্রক্রিয়া চলছে ও প্রক্রিয়া শেষ হলেই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে। ২০২০ সালের মধ্যে জেলার সকল ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙ্গে আরসিসি সেতু নির্মাণ করা হবে। ওবায়দুল কাদের আরও বলেন, এই দেশে ’৭৫ পরবর্তীকালে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগবিরোধী সরকার এখানে ক্ষমতায় ছিলেন। এখানে আওয়ামী লীগ প্রথম এমপি পায় ২০০৮ সালে, তার আগে ২১ বছর আমাদের কোন এমপি এখানে ছিলনা। যারা আজকে বড় বড় কথা বলেন, মানুষ কি শুধু রাজনীতির কথা শুনবে, মানুষ কি রাজনৈতিক কারণে আপনাদেরকে ভোট দেবে। যারা ক্ষমতায় ছিল এই ৭৬টি ব্রিজের একটি বেইলি ব্রিজও তারা সেতু হিসেবে তৈরি করেননি এবং কোন প্রকল্প হাতে নেননি। আমরা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত এখানকার ৭৬টি ব্রিজের মধ্যে ৫ টি উদ্বোধন হল কাজ সমাপ্ত হওয়ায়। গত মে মাসে আমি ২১টি বেইলি ব্রিজকে পরিপূর্ণ ব্রিজে রূপান্তর করার জন্য নির্মাণ কাজের উদ্বোধন করেছিলাম। ৫টি শেষ হয়েছে এবং জুন মাসের মধ্যে ২১টি ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে। তিনি আরও বলেন, মুন্সীগঞ্জে আরও ৭৬ টির মধ্যে ৪৪টি ব্রিজ সম্পন্নের পথে, বাকি সামান্য কিছু কাজ চলছে। ২০০৮ থেকে ৪৪টি ব্রিজ আওয়ামী লীগ সরকার করেছে। এখনও অনেক ব্রিজ কখন যে ভেঙ্গে পড়ে বলা মুশকিল। এখন ৩২টি বেইলি ব্রিজ আছে যা মূল সেতু করা বাকি। এই সরকারের মেয়াদেই অধিকাংশ ব্রিজের কাজ সমাপ্ত হবে। ২০২০ সালের জুনের পর আর কোন বেইলি ব্রিজ থাকবে না। তিনি বলেন, উদ্বোধনকৃত ৫টি ব্রিজে ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। আগামী ৬ জানুয়ারি মুক্তারপুর-পঞ্চবটি সড়কের তিনটি উদ্বোধন করা হবে। ছোট ব্রিজ সেতু বিভাগের অধীনে সেনাবাহিনী নির্মাণ করছে। ঢাকা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রেসিডিয়াম বৈঠকে একজন আগ্রহী প্রার্থীকে নিয়ে আলোচনা করেছেন। তাকে প্রস্তুতি নিয়ে এবং সব মহলে যোগাযোগ করুন। আপনাকে মনোনয়ন দিলে আপনাকে জয়লাভ করতে হবে। আমাদের যেহেতু একটি মনোনয়ন প্রক্রিয়া, যেহেতু দলীয় ব্যানারে নির্বাচন হবে। নৌকা প্রতীক এবার প্রার্থীকে আমরা দিব। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আছে, যার চেয়ারপার্সন শেখ হাসিনা। তার সভাপতিত্বে আমাদের ১৮ সদস্যের মনোনয়ন বোর্ড বসবে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য। আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হলে মনোনয়ন বোর্ডের আনুষ্ঠানিক মিটিং করতে হবে। এরপর বৈঠকে নির্বাচনের সিডিউল ঘোষণার পরপরই আমরা রংপুরে, নারায়ণগঞ্জ, কুমিল্লায় যেভাবে মনোনয়ন দিয়েছি সেভাবেই স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন ঘোষণা করবে।
×