ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে স্কুল ছাত্রর হত্যাকারীর আত্মসমর্পন

প্রকাশিত: ০১:৪৪, ২৭ ডিসেম্বর ২০১৭

বরিশালে স্কুল ছাত্রর হত্যাকারীর আত্মসমর্পন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে ব্যাট দিয়ে পিটিয়ে সহপাঠি স্কুল ছাত্রকে হত্যাকারী কিশোর অপরাধী মিরাজুল ইসলাম মিরাজ আদালতে আত্মসমর্পন করেছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল শিশু আদালতে হাজির হয়ে মিরাজ জামিনের আবেদন করে। আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম ফারুক তাকে যশোরের কিশোর অপরাধ সংশোধনাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পনকারী কিশোর অপরাধী মিরাজুল ইসলাম মিরাজ সন্যামাত (১৫) নগরীর ৯নং ওয়ার্ডস্থ ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল সন্যামাতের পুত্র এবং সহপাঠি আবির দাস হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান আসামি। গত ২২ ডিসেম্বর দুপুরে নগরীর ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চক বাজার এলাকার বাসিন্দা নগরীর একে স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষা দেয়া ছাত্র আবিরকে ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ওইদিনই তাকে প্রথমে শেবাচিম হাসপাতালে ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ২২ ডিসেম্বর দিবাগত গভীর রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আবির দাস মারা যায়। এ ঘটনায় আবিরের বাবা জয় রবী দাস বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
×