ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্রাই নদীতে ৪৬ বছরেও নির্মাণ হয়নি সেতু

প্রকাশিত: ০০:৪৯, ২৭ ডিসেম্বর ২০১৭

আত্রাই নদীতে ৪৬ বছরেও নির্মাণ হয়নি সেতু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজার সংলগ্ন আত্রাই নদীর দু’পাড়ের অন্তত লক্ষাধিক মানুষ বর্ষায় নৌকা এবং খরা মৌসুমে বাশেঁর তৈরি চাটাই বা সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে। এলাকাবাসীর প্রাণের দাবী, এখানে একটি ‘সেতু নির্মান’ স্বাধীনতার ৪৬ বছর পার হয়ে গেলেও কোন সরকারই তা পূরণের উদ্যোগ নেয়নি। উপজেলার উত্তরগ্রাম ইউনিয়ন এবং পশ্চিমপার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষাধিক মানুষের পারাপারের জন্য শিবগঞ্জ বাজার নামক স্থানে আত্রাই নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য দেশ স্বাধীনের পর থেকেই এলাকার সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে দাবী করে আসছে এলাকাবাসী। কিন্তু উদ্যোগ নেননি কেউই। ফলে ওই দুই ইউনিয়নের স্কুল-কলেজ পড়য়া– শিক্ষার্থীসহ জরুরী কোন রোগীকে হাসপাতালে নিতে এবং সাধারণ মানুষকে বর্ষায় নৌকা এবং খরা মৌসুমে বাশেঁর তৈরি সাঁকো দিয়ে পারাপার করতে গিয়ে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ সরকার এবং চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদাননবী রিপন জানান, ওই স্থানে একটি সেতু নির্মানের জন্য এলাকার এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমসহ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নিকট তারা আবেদন করেছেন। তারা আশাবাদী এলাকাবাসীর স্বার্থে ওই স্থানে একটি সেতু নির্মানে সরকার উদ্যোগ নিবেন। এ ব্যাপারে এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম জানান, শিবগঞ্জ বাজার সংলগ্ন আত্রাই নদীর ওই স্থানে একটি সেতু নির্মাণের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আগামী বছরের প্রথম দিকে ওই স্থানে সেতু নির্মানের কাজ সরকার শুরু করবে।
×