ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুরুঙ্গামারীর এসি ল্যান্ডের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ১৯:৫৫, ২৭ ডিসেম্বর ২০১৭

ভুরুঙ্গামারীর এসি ল্যান্ডের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

স্টাফ রিপোর্টার ॥ প্রবীণ এক আইনজীবীকে সাজা দেওয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) বিরোদা রানী রায়। এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট। আজ বুধবার দুপুরে শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন ধার্য্য করেন। আদালতে এসি ল্যান্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহবুব। এর আগে বেলা ১১টার পর হাইকোর্টে উপস্থিত হন বিরোদা রানী রায়। এ সময় আদালতে প্রবীণ আইনজীবী বিনোদ বিহারীও উপস্থিত ছিলেন। এর আগে গত ১৭ ডিসেম্বর প্রবীণ আইনজীবীকে সাজা দেওয়ার ঘটনায় তাকে হাইকোর্টে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। প্রসঙ্গত, কথা কাটাকাটির জের ধরে বিরোদা রানী রায় তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিনাজপুরের প্রবীণ আইনজীবী বিনোদ বিহারীকে ৫০০ টাকা জরিমানা করেন। এ ঘটনার জের ধরে এসি ল্যান্ডকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে বদলি করা হয়।
×