ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে ইউপি উপনির্বাচনের প্রার্থী নিখোঁজ

প্রকাশিত: ০৬:৩১, ২৭ ডিসেম্বর ২০১৭

শেরপুরে ইউপি উপনির্বাচনের প্রার্থী নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ ডিসেম্বর ॥ সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের প্রার্থী খন্দকার কবীর হোসেনের খোঁজ মিলছে না। সোমবার রাতে পাশের এলাকা পশ্চিম দড়িপাড়া থেকে নির্বাচনী সভা শেষে বাড়ি ফেরার পর তিনি নিখোঁজ হন। তবে মঙ্গলবার সকালে দড়িপাড়া রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় ওই প্রার্থীর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানে কয়েক ফোঁটা রক্তের চিহ্নও দেখা যায়। নিখোঁজ প্রার্থী খন্দকার কবীর হোসেন সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নিখোঁজ কবীর হোসেনের স্ত্রী জহুরা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামীকে নির্বাচন থেকে দূরে রাখতে প্রতিদ্বন্দ্বী কোন পক্ষ অপহরণ করে গুম করে থাকতে পারে। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, চরশেরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে এক প্রার্থীকে পাওয়া না যাওয়ার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে তার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন নির্বাচনকে কেন্দ্র করে তাকে গুম করার কথা বললেও বিকেল পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
×