ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম ওয়াসার হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে দুদকের গণশুনানি আজ

প্রকাশিত: ০৬:৩১, ২৭ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রাম ওয়াসার হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে দুদকের গণশুনানি আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম ওয়াসার দুর্নীতি ও হয়রানির শিকার ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি আজ বুধবার। ‘আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এমন স্লোগানকে কেন্দ্র করে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম। বিশ্বব্যাংকের সহযোগিতায় এই আয়োজনে প্রধান অতিথি দুদকের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। চট্টগ্রামের আগ্রাবাদস্থ বিদ্যুত ভবনের বিজয় হলে এই শুনানির আয়োজন করা হয়েছে। এদিকে, দুদকের চট্টগ্রামের সমন্বিত কার্যালয়ে এ উপলক্ষে ভুক্তভোগী গ্রাহকদের কাছ অভিযোগ নিতে মঙ্গলবার ওয়াসা কার্যালয় প্রাঙ্গণে একটি বুথ বসিয়েছিল। দুদক চট্টগ্রামে সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম গ্রাহকদের নাম, ঠিকানা ও সমস্যা বিষয়ে অভিযোগ সংগ্রহ করেছে বিকেল ৫টা পর্যন্ত। গাজীপুরে লক্ষ্মী প্রতিমা ভাংচুর স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুর রাজাবাড়ী বাজারে শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরের লক্ষ্মী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মন্দিরের লক্ষী প্রতিমার সামনে থেকে মাথা উদ্ধার করা হয়।
×