ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যশোরে অগ্নিকান্ডে নিহত দুইজনের পরিচয় মিলেছে

প্রকাশিত: ০৬:২৭, ২৭ ডিসেম্বর ২০১৭

যশোরে অগ্নিকান্ডে নিহত দুইজনের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কেমিক্যালবাহী কাভার্ড ভ্যানে আগুন লেগে নিহত দুইজনের পরিচয় মিলেছে। এরা হলেন যশোর শহরতলীর ছোট শেখহাটি এলাকার আবু বক্কারের দুই ছেলে পিকলু (৩২) ও রুহুল আমিন (২০)। আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এক ট্রাক মালিক দাবি করেছেন। তবে, পরিপূর্ণ হিসেব এখনও দেয়া সম্ভব নয় বলে জানায় ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ। শুধু অজ্ঞতার কারণে সোমবার রাতের দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু। শেখহাটি এলাকার মুকুল হোসেন বলেন, ‘পিকলু দীর্ঘদিন ধরে গাড়ির ডেন্টিং-পেইন্টিং ও বডির কাজ করতেন। আগে তার দোকান ছিল নওয়াপাড়া রোডে। মাস ছয়েক আগে তিনি এখানে তার প্রতিষ্ঠানটি তৈরি করেন। রাতে তারা দুই ভাই সেখানে কাজ করছিলেন।’ যশোর জেলা মোটর ওয়ার্কার্স এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনু জানান, দুর্ঘটনাস্থলে তার একটি ট্রাক ছিল। আগুনে সেটির ইঞ্জিন, টায়ারসহ বেশ ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, চারটি গাড়ি আর কেমিক্যালসহ প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক । কাভার্ডভ্যানে কী ধরনের কেমিক্যাল ছিল তা নিরূপণ করা না গেলেও সেখানে এ্যালকেন, এ্যালপিন বা এ্যালকোহলিক কোন সাবস্ট্যান্স অথবা ইথানল, মিথানল বা ওই জাতীয় কোন সাবস্ট্যান্স ছিল- যা অত্যন্ত দাহ্য পদার্থ। আর এগুলোর পাত্র স্টিল হওয়াতে ঝাঁকুনিতে সেখানে কোন গ্যাস তৈরি হয়ে থাকতে পারে। গ্যারেজে ইলেক্ট্রোড ব্যবহারের সঙ্গে সঙ্গে স্পার্কের কোন কন্ট্রাস্ট হওয়ায় তাৎক্ষণিক বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান, বলছিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা পরিমল।
×