ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে মতবিনিময় সভা

প্রকাশিত: ০৬:২৬, ২৭ ডিসেম্বর ২০১৭

নীলফামারীতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের অধিকার সুরক্ষার প্রত্যয়ে নীলফামারী জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে এ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নীলফামারীতে দলিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে এ ধরনের মতবিনিময় সভা উন্নয়ন ভাবনার দাবিদার বলে সংশ্লিষ্ট সকলে মতামত প্রদান করেন। জেলা এ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি এ্যাডভোটে রমেন্দ্র বর্ধন বাপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শীষ রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম, পুলিশ সুপার ইনচার্জ মহিদুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক, রোকোনুল ইসলাম প্রমুখ।
×