ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ের উন্নয়নে মতবিনিময়

প্রকাশিত: ০৬:২৬, ২৭ ডিসেম্বর ২০১৭

পঞ্চগড়ের উন্নয়নে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ‘আমার সম্পদ আমার ঘাম, মাথা খাটালে পাবো দাম’ এই শ্লোগানকে সামনে রেখে ‘হামার স্বপনের পঞ্চগড় হামরা গড়িমো’ শীর্ষক এক জনমতামতমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে নৌকা সমর্থকগোষ্ঠীর ব্যানারে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পঞ্চগড়কে নিয়ে স্বপ্নের কথাগুলো লিখিত আকারে পাঠ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা। তিনি পঞ্চগড়ের বিভিন্ন স্তরের জন সাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভায় প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালন করেন সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা। এ সময় মঞ্চে ছিলেন সাবেক বিচারপতি সামসউদ্দীন চৌধুরী মানিক, তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, সহ-সভাপতি মেহেদী হাসান খান বাবলা, প্রেসক্লাব সভাপতি এ রহমান মুকুল, আওয়ামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই ‘কেমন দেখতে চাই স্বপ্নের পঞ্চগড়’ শিরোনামে নিজের প্রস্তাবনা উপস্থাপন করেন নাঈমুজ্জামান মুক্তা। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, পুরাতাত্ত্বিক স্থান ও ভৌগোলিক কারণে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় ক্ষেত্র পঞ্চগড়।
×