ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদ্বোধনের পরদিনই কালভার্টের দেয়ালে ধস

প্রকাশিত: ০৬:২৫, ২৭ ডিসেম্বর ২০১৭

উদ্বোধনের পরদিনই কালভার্টের দেয়ালে ধস

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৬ ডিসেম্বর ॥ দীর্ঘ ভোগান্তি দূর হবার আগেই নতুন দুর্ভোগ। উদ্বোধনের পরেই ধসে পড়ে কালভার্টের দেয়াল। জানা যায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে নবনির্মিত একটি কালভার্টের উদ্বোধনের পরদিনই এর একাংশের দেয়াল ভেঙ্গে পড়ে। এরপর থেকে কালভার্টটি নতুন করে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষোভের সাথে এমনটিই জানালেন গ্রামবাসী ও উপকারভোগীরা। জানা যায়, এলজিএসপি’র আওতায় দেড় লাখ টাকায় কালভার্টটি নির্মাণ করেন ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান বজলু। নির্মাণ কাজে অনিয়ম হওয়ার কারণেই এত দ্রুত দেয়াল ভেঙ্গে পড়ে বলে অভিমত স্থানীয় বাসিন্দাদের। তবে প্রকল্প বাস্তবায়নকারী ইউপি সদস্য ফজলুর রহমান বজলু কাজের অনিয়মের কথা অস্বীকার করে বলেন, মাটি ভরাটে নিয়োজিত ড্রেজার মেশিনই গার্ডওয়ালটি ভেঙ্গেছে। এবিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী ওহিদুল ইমসলাম জানান, সংশ্লিষ্ট অফিসকে না জানিয়েই ইউপি সদস্য নিজ ইচ্ছায় নির্মাণ কাজ শুরু করেন। তদারকি না থাকায় তিনি কাজে অনিয়ম করেছেন। এজন্যই এতো দ্রুত কালর্ভাটটির গার্ডওয়ালটি ভেঙ্গে পড়ে।
×