ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে শিশুর জবাই করা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:২৪, ২৭ ডিসেম্বর ২০১৭

বেলকুচিতে শিশুর জবাই করা লাশ উদ্ধার

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৬ ডিসেম্বর ॥ বেলকুচিতে চায়না খাতুন (১১) নামে হাত-পা বাঁধা এক শিশুর জবাই করা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের ছোট বেড়া খাড়ুয়া গ্রামের যমুনা নদীর একটি ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু চায়না খাতুন বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের দিনমুজুর জহুরুল ইসলামের মেঝো মেয়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সোলায়মান হোসেন জানান, সোমবার সন্ধ্যা থেকে চায়না খাতুন নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের ছোট বেড়াখাড়ুয়া গ্রামের যমুনা নদীর একটি ক্যানেলে হাত-পা বাঁধা তার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে। রাজশাহীতে বৃদ্ধা স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, গোদাগাড়ী উপজেলার একটি আখক্ষেত থেকে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মালেকা বিবি (৭৫)। তিনি উপজেলার মাটিকাটা বাইপাস গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, এই বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করতেন। তিনি গত ১৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কদমহাজির মোড় এলাকার একটি আখক্ষেতে তার লাশ পাওয়া যায়। গোদাগাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সি জানান, সকালে আখক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। নান্দাইলে শিশু সংবাদদাতা নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, মডেল থানার পুলিশ মঙ্গলবার এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। নিহত শিশুর নাম শান্তা আক্তার (৩)। সে উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। গত রবিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। নিখোঁজের ঘটনায় শিশুটির বাবা ওই দিনেই থানায় অভিযোগ জমা দিয়েছিলেন। সরেজমিনে জানা যায়, শিশুর মরদেহটি পাওয়া যায় রাজগাতী ইউনিয়নের দক্ষিণ কয়রাটি গ্রামের মোঃ তাহের উদ্দিনের বাড়ির খড়ের গাদার ভেতরে। সকালে গাদার খড় দিয়ে পুঞ্জি তৈরি করার সময় লাশটি দেখতে পায় শান্তার নানা তাহের উদ্দিন। পাথরঘাটায় গৃহবধূ সংবাদদাতা পাথরঘাটা, বরগুনা থেকে জানান, পাথরঘাটা পৌর শহরের মধ্য থেকে আয়শা বেগম (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা পুলিশ। সোমবার মধ্য রাতে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের আলমগীরের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আয়শা বেগম উপজেলার আমড়াতলা গ্রামের মাছ ধরা ট্রলার তৈরির মিস্ত্রী আবুল কালাম মিয়ার স্ত্রী। এলাকাবাসী জানায়, আয়শা বেগমের স্বামীর সঙ্গে প্রায়ই বাগবিত-া হতো। জানা গেছে, আলমগীরের বাসায় আবুল কালাম ভাড়া থাকতেন। রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে রাত ১২টার দিকে স্ত্রীকে পাশে না দেখে তার স্বামী খোঁজ করেন। পরে ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে টহল পুলিশ মরদেহ উদ্ধার করে।
×