ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০ হাজার ইয়াবা উদ্ধার ॥ দম্পতিসহ আটক তিন

প্রকাশিত: ০৬:২১, ২৭ ডিসেম্বর ২০১৭

২০ হাজার ইয়াবা উদ্ধার ॥ দম্পতিসহ আটক তিন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় ২০ হাজার ইয়াবা ও এক দম্পতিসহ ৩ মাদক বিক্রেতাকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। কাহালু উপজেলার মহেশপুর পশ্চিমপাড়া থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-বগুড়া সদরের শশিবদনী এলাকার শহিদুল ইসলাম, তার স্ত্রী মুক্তা বেগম এবং ভাই কামরুল হাসান। এটাই বগুড়ায় সবচেয়ে বড় ইয়াবার চালান আটকের ঘটনা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম বগুড়ার অন্যতম মাদক কারবারি। ভ্রমণের নামে সে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যেত। সেখান থেকে কৌশলে তারা দীর্ঘদিন ধরে ইয়বা এনে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, চলতি মাসে ডিবি পুলিশের বেশ কয়েকটি অভিযানে বিপুল পরিমাণ মাদক আটকের পর গ্রেফতাকৃতদের নাম আসে। এরপর পুলিশ তাদের ওপর গোয়েন্দা নজরদারি শুরু করে। সোমবার রাতে গ্রেফতারকৃতরা একটি মাইক্রোবাসে কক্সবাজার থেকে ইয়াবা আনছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের ধাওয়ার মুখে মাইক্রেবাসটি পালিয়ে গেলেও কাহালু উপজেলা থেকে ডিবি পুলিশ তাদের ইয়াবাসহ গ্রেফতার করে।
×