ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে প্রথম বিভাগ দাবা লীগ

প্রকাশিত: ০৫:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৭

শুরু হচ্ছে প্রথম বিভাগ দাবা লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মার্সেলের পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘মার্সেল প্রথম বিভাগ দাবা লীগ-২০১৭’। নয়দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সহ-সভাপতি একেএম শহীদুল্যাহসহ অন্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রথম বিভাগ দাবা লীগ একটি দলগত দাবা ইভেন্ট। এতে ১২টি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে ৩টি দল ২০১৬ সালের দ্বিতীয় বিভাগ দাবা লীগ হতে উন্নীত হয়েছে এবং ২টি দল প্রিমিয়ার ডিভিশন থেকে রেলিগেটেড হয়েছে। লীগে অংশ নিতে যাওয়া দলগুলো হল- ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব (প্রিমিয়ার লীগ থেকে রেলিগেটেড), নৌবাহিনী জুনিয়র দাবা দল (প্রিমিয়ার লীগ থেকে রেলিগেটেড), হাসান মেমোরিয়াল চেস ক্লাব, বশির মেমোরিয়াল চেস ক্লাব, অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল, মীর চেস ক্লাব, মহাখালী প্রদীপ সংঘ, দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ, ক্যাসপারভ চেস ক্লাব, সোনারগাঁও চেস ক্লাব (দ্বিতীয় বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে উন্নীত), ইসফট এরিনা (দ্বিতীয় বিভাগ থেকে রানার্সআপ হয়ে উন্নীত) ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি (দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় হয়ে উন্নীত)। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নৌবাহিনী জুনিয়র দাবা দল ২০১৭ সালের প্রিমিয়ার ডিভিশন দাবা লীগে অংশ না নেয়ায় প্রথম বিভাগে নেমে গেছে। প্রতিটি দলে ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে। লীগের খেলা রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মার্সেল প্রথম বিভাগ দাবা লীগ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল ২০১৮ সালের প্রিমিয়ার বিভাগ দাবা লীগে অংশগ্রহণের সুযোগ পাবে এবং সর্বনি¤œ স্থান পাওয়া দুটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল দেয়া হবে। এ ছাড়া প্রত্যেক বোর্ডে শতকরা হারে সর্বোচ্চ ফলাফল লাভকারী খেলোয়াড়দের বোর্ড থেকে পুরস্কার দেয়া হবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্সআপ দল ৩০ হাজার ও তৃতীয় স্থান অধিকারী দল ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। দাবা লীগ প্রসঙ্গে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সঙ্গে অনেকদিন ধরেই আমরা কাজ করছি। দাবা ফেডারেশনের সঙ্গে ওয়ালটন গ্রুপের একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। বুদ্ধিদীপ্ত সমাজ গঠন এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা ওয়ালটন পরিবার মার্সেল ব্র্যান্ডের পক্ষ থেকে দাবাকে পৃষ্ঠপোষকতা করছি। আমরা সবসময়ই দাবার পাশে থাকার চেষ্টা করছি। ঠাকুরগাঁওয়ে কিশোরীদের ফুটবল নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদকাসক্তি ও জঙ্গীবাদ বিরোধে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে কিশোরীদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় সালন্দর উচ্চ বিদ্যালয় দল ১-০ গোলে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ সময় বিপুল দর্শক খেলা উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী। বিশিষ্ট সমাজসেবক ও নারী নেত্রী মিসেস এহিয়া রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা প্রীতি গাঙ্গুলী, সাদেকুল ইসলাম ও মৌসুমী রহমান।
×