ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিওএ’র পুরস্কার বাকু গেমসে পদকজয়ীদের

প্রকাশিত: ০৫:৫২, ২৭ ডিসেম্বর ২০১৭

বিওএ’র পুরস্কার বাকু গেমসে পদকজয়ীদের

স্পোর্টস রিপোর্টার ॥ আজারবাইজানের বাকু শহরে সদ্য সমাপ্ত চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ শূটিং, সুইমিং, জিমন্যাস্টিক্স, এ্যাথলেটিক্স, ভারোত্তোলন, কুস্তি, জুরখানেহ ও কারাতে দল অংশগ্রহণ করে। গেমসে শূটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলসে দলগত মিক্স ইভেন্টে ১টি স্বর্ণ ও ব্যক্তিগত ১০ মি. মিটার এয়ার রাইফেলে পুরুষ বিভাগের ব্যক্তিগত ইভেন্টে ১টি রৌপ্য পদক ও কুস্তিতে মহিলা বিভাগের ৬৯ কেটি ওজন শ্রেণীতে ১টি ব্রোঞ্জ পদক লাভ করে বাংলাদেশ। আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে বিওএ’র সভাপতি, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক পদকপ্রাপ্ত খেলোয়াড়দের আর্থিক পুরস্কার প্রদান করবেন। ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জয়ী আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দলগত স্বর্ণপদক লাভ করে পাচ্ছেন দুই লাখ টাকা করে। ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী রাব্বি হাসান মুন্না দুই লাখ ও কুস্তিতে ব্রোঞ্জ জয়ী শিরিন সুলতানা পাচ্ছেন লাখ টাকা। রানার বিজয় দিবস টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ রানার বিজয় দিবস টেনিসে মঙ্গলবার পুরুষ এককে নিজ নিজ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন আখতার হোসেন, রঞ্জন রাম, দীপু লাল, মোফাজ্জল হোসেন, সেলিম হোসেন ও মিলন হোসেন। মহিলা এককে শেষ আট নিশ্চিত করেছেন আফরানা ইসলাম প্রিতি, শাহ সাফিনা লাক্সমি, সাদিয়া আফরিন, জেরিন সুলতানা জলি, ফাবিহা লামিসা সূচনা, সুমাইয়া হোসেন লিয়া। এছাড়া বিকেএসপির রিনভি আক্তার ওয়াকওভার পেয়েছেন।
×