ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ শুরু ঢাকা জেলা মহিলা ফুটবল

প্রকাশিত: ০৫:৫০, ২৭ ডিসেম্বর ২০১৭

আজ শুরু ঢাকা জেলা মহিলা ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ঢাকা জেলা ১ম প্রমীলা ফুটবল প্রতিযোগিতা-২০১৭’। মোট ১৪টি দল নিয়ে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে হবে মেয়েদের এই টুর্নামেন্ট। এই আসরে খেলতে পারবেন না জাতীয় মহিলা ও সার্ভিসেস দলের ফুটবলাররা। আজ বিকেলে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। এ উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ফাহমিদা খানম, সহ-সভানেত্রী কামরুন্নাহার ডানা, নাফিজা খাতুন, সাধারণ সম্পাদিকা ফারহাদ জেসমিন লিটি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাবেয়া খাতুন ও সদস্য সচিব সৈয়দা মরিয়ম তারেক। প্রতিযোগিতায় ঢাকার ৫টি উপজেলা সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার হতে ২টি করে ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন হতে ২টি করে মোট ১৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। অংশগ্রহণকারী দলগুলো হলোÑ সাভার (সবুজ), সাভার (লাল), ধামরাই (লাল), ধামরাই (সবুজ), নবাবগঞ্জ (লাল), নবাবগঞ্জ (সবুজ), কেরানীগঞ্জ (লাল), কেরানীগঞ্জ (সবুজ), দোহার (লাল), দোহার (সবুজ), ঢাকা সিটি উত্তর (লাল), ঢাকা সিটি উত্তর (সবুজ), ঢাকা সিটি দক্ষিণ (লাল), ঢাকা সিটি দক্ষিণ (সবুজ)। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও ব্যক্তিগত পদক ছাড়াও প্রতি খেলায় সেরা খেলোয়াড়কে ট্রফি প্রদান করা হবে। টুর্নামেন্ট নিয়ে ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ফাহমিদা খানম বলেন, প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্যই হলো তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবান প্রমীলা ফুটবলারদের খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেয়া। ঢাকা জেলার নারীদের খেলাধুলার মানোন্নয়নে ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই এ বছর গ্রামীণ খেলার আয়োজন করে বেশ সফলও হয়েছে। এরই ধারাবাহিকতায় এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন সভানেত্রী।
×