ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেলবোর্নে বাক্সিং ডে’ টেস্টের প্রথমদিন অস্ট্রেলিয়ার

সেঞ্চুরি হাঁকিয়ে ছয় হাজারি ক্লাবে ওয়ার্নার

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ ডিসেম্বর ২০১৭

সেঞ্চুরি হাঁকিয়ে ছয় হাজারি ক্লাবে ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে মেলবোর্নে বক্সিং ডে’ টেস্টের প্রথমদিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ৩ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ২৪৪। অধিনায়ক স্টিভেন স্মিথ ৬৫ ও শন মার্শ ৩১ রান নিয়ে ব্যাট করছেন। ১০৩ রান করে আউট হয়েছেন ওয়ার্নার। ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরির মধ্য দিয়ে চতুর্থ দ্রুততম অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে ছয় হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন হার্ডহিটার এই ওপেনার। তাকে ফিরিয়েই বিশ্বের অষ্টম বোলার হিসেবে অসিদের (একই প্রতিপক্ষ) বিপক্ষে ১০০ উইকেট পূর্ণ করেছেন ইংল্যান্ড পেসার জেমস এ্যান্ডারসন। উল্লেখ্য, টানা তিন জয়ে এরই মধ্যে ঐতিহ্যের এ্যাশেজ ট্রফি পুনরুদ্ধার করেছে স্মিথের অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ এই টেস্ট তাই সফরকারী ইংলিশদের জন্য সম্মান বাঁচানোর সুযোগ। সেখানেও শুরুতেই কোণঠাসা জো রুটের দল। সকালে টস জিতে ব্যাটিং নেয়া অস্ট্রেলিয়া ভাল সূচনা পায়। প্রথম সেশনে বিনা উইকেটে ১০২ রান তুলে নেয় স্বাগতিকরা। একদিকে ভুগছিলেন ক্যামেরন ব্যানক্রফট, অন্যপ্রান্তে স্বভাবসুলভ তরতর করে এগিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার। দ্বিতীয় সেশনে নিজের ২১তম সেঞ্চুরির দেখা পান বাঁহাতি এই ওপেনার। তার আগেই ফিরতে পারতেন তিনি। অভিষিক্ত টম কুরানের বলে ৯৯ রানে ধরা পড়েছিলেন স্টুয়ার্ট ব্রডের হাতে। ‘নো’ বলের কল্যাণে বেঁচে যাওয়া বিস্ফোরক ব্যাটসম্যান পরের বলেই পৌঁছান সেঞ্চুরিতে। মেলবোর্নে দ্বিতীয়বারের মতো টানা দুই টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যান এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫১ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১০৩ রান করে ওয়ার্নারকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে স্পর্শ করেন এ্যান্ডারসন। টেস্টে দুইজনেরই উইকেট ৫১৯টি করে। সেঞ্চুরিতে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ওয়ার্নার। ক্যারিয়ারের ২১ সেঞ্চুরির ১৫টিই এসেছে ঘরের মাঠে । ১২৯ ইনিংসে টেস্টে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছলেন অসি-ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে এই মাইলফলকে পৌঁছতে চতুর্থ দ্রুত ব্যাটসম্যান তিনি। টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে ১৪তম অবস্থানে ওয়ার্নার। ১৩ হাজার ৩৭৮ রান নিয়ে অসি ব্যাটসম্যানদের তালিকায় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন রিকি পন্টিং। এর আগে নড়বড়ে ব্যানক্রফটকে ফিরিয়ে ১২২ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গেন ক্রিস ওকস। লম্বা সময় উইকেটে থাকলেও স্বচ্ছন্দ ছিলেন না স্বাগতিক ওপেনার। ৯৫ বলে দুটি চারে ব্যানক্রফট করেন ২৬ রান। প্রথম সেশনে দ্রুত এগোনো দুই ওপেনারের বিদায়ে খেই হারায় দ্বিতীয় সেশনে। মধ্যাহ্ন বিরতি থেকে চা বিরতিতে যেতে যোগ করে মাত্র ৪৩ রান। ৬৯ ওভার উইকেটশূন্য থাকা ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের অপেক্ষার অবসান হয় রানের জন্য সংগ্রাম করা উসমান খাজাকে ফিরিয়ে। দিনের বাকি সময়ে আর কোন সাফল্য পায়নি অতিথিরা। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা স্মিথের সঙ্গে দ্রুতই জমে ওঠে শন মার্শের জুটি। তাদের দৃঢ়তায় শেষ সেশনে ৯৯ রান যোগ করে অস্ট্রেলিয়া। স্কোর ॥ অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৮৯ ওভারে ২৪৪/৩ (ব্যানক্রফট ২৬, ওয়ার্নার ১০৩, খাজা ১৭, স্মিথ ৬৫*, শন মার্শ ৩১*; এ্যান্ডারসন ১/৪৩, ব্রড ১/৪১, ওকস ১/৬০, মঈন ০/৩৫, কুরান ০/৪৪, মালান ০/২০)। ** প্রথমদিন শেষে
×