ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা সমাপ্ত

প্রকাশিত: ০৫:৪৭, ২৭ ডিসেম্বর ২০১৭

বিজয় দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দি ব্লেজার বিডি’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত দিনব্যাপী বিজয় দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা শেষ হয়েছে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দি ব্লেজার বিডি’র ব্যবস্থাপনা পরিচালক ও বিওএ’র কোষাধ্যক্ষ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। এবারের প্রতিযোগিতায় পুরুষ ঐচ্ছিক গ্রুপে প্যারালাল বারস ইভেন্টে স্বর্ণ পেয়েছে বাংলাদেশ আনসার দলের মোঃ শহিদুল ইসলাম সাজু। এ গ্রুপে ফ্লোর ইভেন্টে স্বর্ণ জয় করে বিকেএসপি দলের মোঃ শফিকুল ইসলাম। মহিলা ঐচ্ছিক গ্রুপে ব্যালান্স বিম ও ফ্লোর উভয় ইভেন্টেই স্বর্ণ জয় করে বিকেএসপির নূর আক্তার বানু। বালক ১০-১২ বছর গ্রুপে ফ্লোর ইভেন্টে স্বর্ণ জয় করে কোয়ান্টাম কসমো স্কুল এ্যান্ড কলেজের জীবন ত্রিপুরা। একই গ্রুপে মাশরুম ইভেন্টে স্বর্ণ পায় কোয়ান্টামের মংশিং প্রু ত্রিপুরা। বালিকা ৯-১১ বছর বয়সী গ্রুপে ফ্লোর ইভেন্টে যৌথভাবে স্বর্ণ জয় করে কোয়ান্টাম কসমো স্কুল এ্যান্ড কলেজের লামে সাই মারমা ও বিকেএসপির বনফুলি চাকমা। এ গ্রুপে ভল্টিং টেবিল ইভেন্টে স্বর্ণ পায় কোয়ান্টামের খিং খিং সাই মারমা। বালক ১২-১৪ বছর বয়সী গ্রুপে প্যারালাল বারস ইভেন্টে স্বর্ণ জয় করে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার প্রেণথৈ ম্রো। এ গ্রুপে ফ্লোর ইভেন্টে স্বর্ণ লাভ করে কোয়ান্টাম কসমো দলের রাজিব চাকমা। এদিকে বালিকা ১০-১৪ বছর বয়সী গ্রুপে ব্যারান্স বিম ও ফ্লোর উভয় ইভেন্টেই স্বর্ণ জয় করে বিকেএসপি দলের মিফতাহুল জান্নাত ইয়ামা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি ও বিওএ’র সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী খসরু ও সাধারণ সম্পাদক মোঃ আহমেদুর রহমান।
×