ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একদিন পরই ঘুরে দাঁড়াল সিরামিক খাত

প্রকাশিত: ০৫:১৪, ২৭ ডিসেম্বর ২০১৭

একদিন পরই ঘুরে দাঁড়াল সিরামিক খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ রবিবারের দরপতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাত। রবিবার প্রথম কার্যদিবসে শতভাগ পতনের পরই শতভাগ দর বৃদ্ধি হয়েছে এ খাতের সবগুলো কোম্পানির। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন শেষে সিরামিকস খাতের সব কয়টি কোম্পানির দর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে মুন্নু সিরামিকসের। কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির শেয়ারে সর্বশেষ দর ছিলো ৯১ টাকা ৬০ পয়সা। দিনশেষে কোম্পানিটির ১ লাখ ৮০ হাজার ৮৪৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা। শেয়ার দর ৩০ পয়সা বেড়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আরএকে সিরামিক এবং ফু-ওয়াং সিরামিকস থাকলেও টাকার অংকে এগিয়ে রয়েছে আরএকে সিরামিকস। আরএকে সিরামিকসের ৪ লাখ ৪৪ হাজার ৬৬৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে ফু-ওয়াং সিরামিকসের ২ লাখ ৮৭ হাজার ১৪১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা। এরপর যথাক্রমে শাইন পুকুর ২০ পয়সা, স্ট্যান্ডার্ড সিরামিকসের ১০ পয়সা শেয়ার প্রতি দর বেড়েছে। উল্লেখ্য, এর আগের কার্যদিবসে সিরামিকস খাতে শতভাগ দর পতন হয়েছিল।
×