ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লাহোরে রাজনৈতিক দফতর খুললেন হাফিজ সাঈদ

প্রকাশিত: ০৪:৪৫, ২৭ ডিসেম্বর ২০১৭

লাহোরে রাজনৈতিক দফতর খুললেন হাফিজ সাঈদ

পাকিস্তানে লস্করে তৈয়্যবার প্রধান হাফিজ সাঈদ দেশটির লাহোর শহরে নিজ গোষ্ঠীর রাজনৈতিক শাখার দফতর খুলেছেন। সন্ত্রাসী হামলায় মদদ দেয়ার অভিযোগে বেশ কিছুদিন গৃহবন্দী থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি। ওয়েবসাইট। হাফিজ সাঈদ সোমবার বিকেলে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে মিল্লি মুসলিম লীগ নামের একটি রাজনৈতিক দলের দফতর উদ্বোধন করেন। এরপর তিনি নির্বাচনে তার দলের জয়ী হওয়ার সম্ভাবনা থাকা এলাকাগুলো পরিদর্শন করেন। হাফিজ সাঈদ তার রাজনৈতিক দলের দফতর লাহোরের এমন এলাকায় খুললেন যেটি পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ-নওয়াজ শাখার প্রভাব-বলয় হিসেবে পরিচিত। ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন। ভারতের মুম্বাই শহরে ২০০৮ সালে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে হাফিজ সাঈদকে অভিযুক্ত করেছে নয়াদিল্লী। ওই হামলায় ১৬৪ জন নিহত হন। পাকিস্তান তাকে ভারতের হাতে তুলে দেয়ার দাবি প্রত্যাখ্যান করে আসছে। সম্প্রতি লাহোর হাইকোর্টের নির্দেশে হাফিজ সাঈদ গৃহবন্দী দশা থেকে মুক্তি পান যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। লস্করে তৈয়্যবা ছাড়াও পাকিস্তানের আরেকটি বড় সশস্ত্র জঙ্গী গোষ্ঠী জামায়াতুদ-দাওয়া’রও প্রধান হাফিজ সাঈদ।
×