ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘আগ্রাসনের মুখে যে কোন পদক্ষেপ’

ব্রিটিশ জলসীমায় রুশ যুদ্ধ জাহাজের তৎপরতা

প্রকাশিত: ০৪:৪৩, ২৭ ডিসেম্বর ২০১৭

ব্রিটিশ জলসীমায় রুশ যুদ্ধ জাহাজের তৎপরতা

উত্তর সাগরে ব্রিটেনের জলসীমা দিয়ে যাওয়ার সময় রাশিয়ার একটি যুদ্ধজাহাজকে পাহারা দিয়ে নিজেদের সীমানা পার করে দিয়েছে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী। গার্ডিয়ান, বিবিসি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করে, ব্রিটেনের চারপাশে ইদানীং রুশ যুদ্ধজাহাজের তৎপরতা বেড়ে গেছে। বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার যুদ্ধজাহাজ এ্যাডমিরাল গোরশ্কভ উত্তর সাগরে ব্রিটেনের জলসীমা দিয়ে যাচ্ছিল, বিষয়টি নজরে আসার পর ব্রিটিশ নৌবাহিনীর ফ্রিগেট এইচএমএস স্টুয়ার্ট আলব্যান্স রুশ জাহাজকে পাহারা দিয়ে নিজেদের নৌসীমানা পার করে দেয়। এ ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন বলেন, আগ্রাসনের মুখে আমাদের পানিসীমা রক্ষার জন্য যেকোন পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না। তিনি আরও বলেন, আমাদের দেশ, জনগণ ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্ন যখন আসবে তখন ব্রিটেন একটুও ভীত হবে না। ব্রিটেনের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল স্যার স্টুয়ার্ট পিচ এই মাসের শুরুতে বলেছিলেন যে ব্রিটেন ও ন্যাটোর সঙ্গে যোগাযোগের উপকরণগুলো সুরক্ষিত করতে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। তিনি বলেন, যদি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়, অবিলম্বে এবং সম্ভাব্য বিপর্যয় হিসেবে এটি অর্থনীতিতে আঘাত হানবে। এক বিবৃতিতে, রয়্যাল নেভি জানায়, ২৩ ডিসেম্বর যুক্তরাজ্যের আঞ্চলিক জলসীমার নিকটবর্তী থাকায় তারা রাশিয়ার নতুন যুদ্ধ জাহাজ এ্যাডমিরাল গোরশকভের ওপর নজর রাখার জন্য নৌবাহিনীর ফ্রিগেট এইচএমএস স্টুয়ার্ট আলব্যান্সকে নির্দেশ দিয়েছিল।
×