ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ০৪:৪১, ২৭ ডিসেম্বর ২০১৭

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা

ডাঃ এম আর খান শিশু হাসপাতালের আনোয়ারা খান অডিটরিয়ামে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় কোরান তেলোয়াতের পর সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত “শিশুবন্ধু” প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ জাতীয় প্রফেসর ডাঃ এম আর খানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ মোঃ শহিদুল্লাহ ২০১৬ সারের কার্যবিবরণী পাঠ করেন। এরপর প্রফেসর ডাঃ মোঃ শহিদুল্লাহ ২০১৭ সালের প্রতিবেদন সভায় উপস্থাপন করেন আলোচনার পর সর্বসম্মতক্রমে তা গৃহীত হয়। সভায় প্রফেসর ডাঃ মোঃ শহিদুল্লাহ, প্রফেসর ডাঃ এমএ মান্নান, প্রফেসর ডাঃ নাজমুন নাহার, প্রফেসর ডাঃ রুহুল আমিন, ডাঃ একেএম সামসুজ্জামান, প্রাক্তন সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান অংশগ্রহণ করেন। সভাপতির ভাষণে এডভোকেট একেএম ইমদাদুল হক বলেন, আমরা সবাই মিলে ডাঃ এম আর খানের স্বপ্নপূরণের জন্য ডাঃ এম আর খান শিশু হাসপাতালকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য পূর্বাচলে রাজউকের কাছে একটা প্লটের আবেদন করেছি। প্লট পেলে পূর্বাচালে একটা আদর্শ শিশু হাসপাতাল ও যশোরে একটা নার্সিং স্কুলের প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে আমাদের। -বিজ্ঞপ্তি
×