ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলের তলে বিয়ে

প্রকাশিত: ০৪:৩৫, ২৭ ডিসেম্বর ২০১৭

জলের তলে বিয়ে

ব্রিটিশ সেনাবাহিনীর এক সার্জেন্ট ও যুক্তরাষ্ট্রের সাবেক এক ড্রাইভিং প্রশিক্ষক আকস্মিক বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু পৃথিবীর অন্য সবাই যেভাবে প্রচলিত নিয়মে বিয়ে করেন, সেখান থেকে বেরিয়ে তারা একটু অভিনব কিছু করতে চেয়েছেন। এরপর তারা দুজনে সাগরে ঝাঁপিয়ে পড়েন, পানির তলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্রিটেনের লেস্টারের বাসিন্দা থমাস মৌল্ড ও যুক্তরাষ্ট্রের সান্দ্রা হাইড ফ্লোরিডা অঙ্গরাজ্যের ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারিতে বিয়ের কাজটি সারেন। গেল চার বছর ধরে এই দম্পতির মধ্যে প্রণয়ের সম্পর্ক। বিয়ের শপথ সারতে তারা পানির নিচে ব্যবহার করা যায় এমন একটি ট্যাবলেট নিয়ে গেছেন। যেটি রেকর্ডার হিসেবে কাজ করেছে। বিয়ে শেষ হলে তারা পরস্পরের কাছে ফুলের তোড়া বিনিময় করেন এবং পানির নিচে বসেই বিয়ের নিবন্ধনে সই করেন। প্রথমে তারা একটি ব্রিটিশ গির্জায় গিয়ে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তারা সেই সিদ্ধান্ত বদলে ফেলেন। তাদের কাছে মনে হয়েছে, পানির নিচে গিয়ে বিয়ে করাটাই উপযুক্ত কাজ হবে। এটা তাদের জন্য সাশ্রয়ীও হয়েছে। ২০১৩ সালে সেনাবাহিনীর এক সফরে ফ্লোরিডায় গিয়েছিলেন থমাস। সেখানে সান্দ্রার সঙ্গে তার দেখা হয়। ফ্লোরিডায় মধুচন্দ্রিমা শেষ করে তারা ব্রিটেনে ফিরবেন।-স্কাই নিউজ
×