ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিঠি নিয়ে বিপাকে পুলিশ

প্রকাশিত: ০৪:৩৫, ২৭ ডিসেম্বর ২০১৭

চিঠি নিয়ে বিপাকে পুলিশ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস পুলিশকে নতুন এক রহস্য উদ্ঘাটন করতে হচ্ছে। রহস্যটা একটু অদ্ভুত বটে। পুলিশকে ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেখা একটি চিঠির রহস্য ভেদ করতে হবে। যিনি চিঠিটি লিখেছেন, তাকে খুঁজে বের করতে হবে কিংবা প্রাপকের কাছে তা পৌঁছে দিতে হবে। পুরনো একটি বাড়ি ভেঙ্গে নতুন করে গড়তে গিয়ে চিঠিটি পাওয়া যায়। এটি দেয়ালের ভিতরে ভাঁজ করা অবস্থায় ছিল। ওয়াল্টার নামের এক ব্যক্তি বেটি মিলার নামের এক নারীকে ভালবাসতেন। ওয়াল্টারের দাবি, সে পৃথিবীর যে কোন মেয়ের চেয়ে বেটিকে বেশি ভালবাসে। চিঠিতে ওয়াল্টার তার প্রেমিকাকে ভালবাসার কথা জানায়। হাতে লেখা ওই চিঠির রহস্য খুঁজতে গিয়ে পুলিশকে নানা উপায় বেছে নিতে হয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে চিঠির ব্যক্তিকে শনাক্ত করতে সবার সাহায্য চাওয়া হয়েছে। এই চিঠি লেখার পেছনের কথা যদি কেউ জানেন, তা বলতে বলা হয়েছে। গ্রিনফিল্ড পুলিশ বিভাগ ফেসবুকে বিস্ময় প্রকাশ করে জানায়, পবিত্র বড়দিনের এটাই আমাদের বড় চ্যালেঞ্জ! এরপর তারা জানায়, আমাদের এক বন্ধু শনিবার নতুন করে গড়তে তার বাড়িটি ভাঙতে গিয়ে ভালবাসার এই চিঠির খোঁজ পায়। পুলিশের ভাষ্য মতে, ১৯৪৪ সালের ১৩ এপ্রিল ওয়াল্টার চিঠিটি লিখেছেন। তার প্রেমিকা তখন গ্রিনফিল্ডের ৩৬৬ চ্যাপম্যান স্ট্রিটে থাকত। তারা জানায়, আমরা যদি প্রাপকের কাছে চিঠি পৌঁছাতে পারি, তবে তা অবশ্যই আমাদের আনন্দের কারণ হবে। চিঠির কোথাও ওয়াল্টার তার প্রেমিকা বেটি মিলারের প্রতি অনুরাগ নিয়ে লুকাছাপা করেননি। তিনি লিখেছেন, যে কোন মেয়ের চেয়ে আমি তোমাকে বেশি ভেবেছি, ভবিষ্যতেও ভাবব।- মেইল অনলাইন
×