ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চসিকের ৩৮২ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

প্রকাশিত: ০৪:৩৫, ২৭ ডিসেম্বর ২০১৭

চসিকের ৩৮২ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর উন্নয়নে সিটি কর্পোরেশনের পেশ করা ৩৮২ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) মঙ্গলবার এই অনুমোদন মেলে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। জানা যায়, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রকল্প প্রস্তাব ছিল ৬৩০ কোটি ১২ লাখ ৬৪ হাজার টাকার। এর মধ্যে ব্রিজ কালভার্ট নির্মাণের জন্য ১২৫ কোটি ২৭ লাখ টাকা, চারটি স্কেলেটরসহ ফুটওভার নির্মাণের জন্য ২৩ কোটি ৬০ লাখ টাকা এবং বিদ্যুতায়নের জন্য ৯৯ কোটি ৫ লাখ টাকার প্রকল্পও ছিল। কিন্তু এ তিনটি প্রকল্প অনুমোদন পায়নি। অনুমোদন পাওয়া ৩৮২ কোটি টাকার প্রকল্পে রয়েছে নতুন সড়ক নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণের কাজ। অনুমোদিত প্রকল্পের আওতায় ৩৪২ কোটি ৬১ লাখ টাকায় ১০৮ দশমিক ৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং ২৮ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে।
×