ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার বড়দিন পালন করে সমালোচনায় কাইফ

প্রকাশিত: ০০:৫০, ২৬ ডিসেম্বর ২০১৭

এবার বড়দিন পালন করে সমালোচনায় কাইফ

অনলাইন ডেস্ক ॥ তিনি যাই করেন, তাতেই ট্রোলড হতে হয়। তা সে সূর্য প্রণামই হোক বা বড়দিন। কিছু দিন আগে রোহিত শর্মা সম্পর্কে বলে ট্রোলড হয়েছিলেন। এ বার বড়দিন পালন করে ট্রোল হলেন প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ। সোশ্যাল মিডিয়ায় সব সময়ই খুব সচল তিনি। সে ফেসবুক হোক বা টুইটার। এ বার পরিবারের সঙ্গে বড়দিন পালন করে সমালোচনার মুখে পড়লেন কাইফ। পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে সান্তা ক্লজের টুপি পরেছেন স্বয়ং কাইফ। সামনে ছড়ানো অনেক উপহার। ছবির নীচে লেখা, ‘‘মেরি ক্রিসমাস! সবাই শান্তিতে ও ভালবাসায় থাকুন।’’ এর পরই ট্রোলড হতে শুরু করেন। যেখানে কেউ লিখেন, ‘‘এটা ইসলাম বিরুদ্ধ কাজ।’’ কেউ লেখেন, ‘‘আপনি ভুল পথে হাঁটছেন।’’ কারও প্রশ্ন, ‘‘কাইফ ভাই, সান্তার টুপি! কেন ইসলামের টুপি নয়?’’ কারও উপদেশ, ‘‘এখনও সময় আছে, আল্লার কাছে ক্ষমা চেয়ে নাও।’’ কেউ সাবধান করে বলেছেন, ‘‘নাম ও টাকার জন্য এতটাও গর্বিত হয়ে যেও না যে তুমি মুসলিম সেটা ভুলে যেতে হয় ।’’ তবে এ বার বিরোধিতার পাশাপাশি কিছু সপক্ষ মত আছে। সেখানে মুস্তাক দার লিখেছেন, ‘‘ভারতীয় হিসেবে তোমাকে নিয়ে আমরা গর্বিত।’’ কেউ একহাত নিয়েছেন কাইফের সমালোচকদের। বলেছেন, ‘‘তোমাদের জন্য লজ্জা হয়।’’ এর আগে সূর্য প্রণাম করে ট্রোলড হয়েছিলেন কাইফ। সেটা গত বছর ডিসেম্বরের কথা। কিন্তু এ সব সমালোচনার কাছে মাথা নত করেননি তিনি। গত জুলাইয়ে ছেলের সঙ্গে দাবা খেলার ছবি পোস্ট করেও ট্রোলড হয়েছিলেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×