ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল

প্রকাশিত: ২০:৪২, ২৬ ডিসেম্বর ২০১৭

কালকিনিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে মাদারীপুরের কালকিনিতে জামালউদ্দিন তালুকদার নামের এক ব্যবসায়ীর বসত বাড়ির জমি রাতের আধাঁরে প্রভাবশালী কর্র্তৃক দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে করে ওই ব্যবসায়ীর পরিবার চরম বিপাকে পড়েছেন। আজ মঙ্গলবার সকালে এ বিষয় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ও সরেজমিন সুত্রে জানাগেছে, পৌর এলাকার চরবিভাগদী গ্রামের খবিরউদ্দিন তালুকদার একই গ্রামের মজিদ চৌকিদারের কাছ থেকে চরবিভাগদী মৌজার, ১১৯নং খতিয়ানের ও ১২৭নং দাগের ৬ শতাংশ জমি ৪৫ বছর আগে ক্রয় করে। ওই ক্রয়কৃত জমিতে খবিরউদ্দিন তালুকদারের ছেলে জামালউদ্দিন তালুকদার দীর্ঘদিন ধরে বসতবাড়ি ও দোকান নির্মান করে ভোগ দখল করে আসছেন। কিন্তু একই এলাকার বিপুল দেবনাথ নামের এক প্রভাবশালী লোক নিজের ক্রয়কৃত জমি দাবি করে প্রথমে ওই বাড়ি ও দোকানপাটের জমি দখলের চেষ্টা চালায়। এতে করে খবিরউদ্দিনের ছেলে জামালউদ্দিন নিরুপায় হয়ে মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করে। পরে আদালত ওই জমির উপরে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের সেই নির্দেশকে উপেক্ষা করে রাতের আধাঁরে বিপুল দেবনাথ তার লোকজন নিয়ে পূনরায় ওই জায়গা জোরপূর্বক দখলে নেয়। এতে করে ভুক্তভোগী পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে অভিযুক্ত বিপুল দেবনাথ বলেন, ওই জমির মধ্যে জামালউদ্দিনের চাচাতো ভাই কামালউদ্দিনের কিছু ক্রয়কৃত জমি রয়েছে। তাই আমি কামালের কাছ থেকে জমি ক্রয় করেছি। এই জমি এখন আমার।
×