ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডাঃ এহসানুর রহমান

ফিজিওথেরাপি চিকিৎসক হওয়ার লক্ষ্যে

প্রকাশিত: ০৬:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৭

ফিজিওথেরাপি চিকিৎসক হওয়ার লক্ষ্যে

বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউট (বিএইচপিআই) জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ নাগরিক ও ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি এ্যান টেইলর কর্তৃক ১৯৭৯ সালে সিআরপি (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র) প্রতিষ্ঠার পর ফিজিওথেরাপি পেশার উন্নয়নকল্পে ১৯৯২ সালে একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে ‘বিএইচপিআই’ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে ৫ বছর মেয়াদী বিএসসি-ইন ফিজিওথেরাপি, বিএসসি-ইন অকুপেশনালথেরাপি, বিএসসি-ইন স্পিচ এ্যান্ড ল্যাঙ্গুয়েজথেরাপি কোর্সের পাশাপাশি দুই বছরের এমএসসি-ইন ফিজিওথেরাপি এবং এমএসসি-ইন রিহ্যাবিলিটেশন কোর্স চালু রয়েছে। ফিজিওথেরাপি কি? ফিজিওথেরাপি এমন একটি চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ স্বাধীন এবং একজন ফিজিওথেরাপি চিকিৎসক স্বতন্ত্রভাবে রোগীর রোগ নির্ণয় করে চিকিৎসাব্যবস্থা প্রদান করতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি (ডব্লিউসিপিটি)-এর মতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক প্রফেশনাল ডিগ্রীধারীরাই ফিজিওথেরাপি চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট এবং স্বাধীনভাবে চিকিৎসা সেবা প্রদান করতে পারেন। একজন ফিজিওথেরাপি চিকিৎসকই পারেন সফলতার সঙ্গে একজন রোগীকে পুনরায় কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনতে। সড়ক দুর্ঘটনা, শারীরিক প্রতিবন্ধিতা, বিকলাঙ্গতা, পক্ষাঘাত এবং বড় কোন অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া বিভিন্ন ধরনের বাত, মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, কোমর ও হাঁটুর ব্যথায় এবং স্পোর্টস ইঞ্জুরিতে ফিজিওথেরাপি বিশ্বব্যাপী একটি স্বীকৃত চিকিৎসাব্যবস্থা। ভর্তির জন্য আবেদনের যোগ্যতা বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউটে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ ৭.০০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে। আবেদনকারীকে ২০১৪ অথবা ২০১৫ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় এবং ২০১৬ অথবা ২০১৭ সালে উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিষ্ঠানটি কর্তৃক পরিচালিত একটি প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রথম ৫০ জন কেবল প্রতিষ্ঠানটির ফিজিওথেরাপি বিভাগে ভর্তি হতে পারবেন। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ২৪ ডিসেম্বর ২০১৭ রোজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। ক্যারিয়ার সম্ভাবনা বাংলাদেশ ফিজিওথেরাপি এ্যাসোসিয়েশান কর্তৃক আয়োজিত চতুর্থ জাতীয় ফিজিওথেরাপি সম্মেলনে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সমাজে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি পেশার চাহিদা বাড়ছে। বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও রয়েছে এর বিশেষ অবস্থান। বিশ্ব র‌্যাংকিং এ ফিজিওথেরাপি বর্তমানে ১০ নম্বর জনপ্রিয় পেশা, যেখানে আমেরিকাতে এর অবস্থান ১২ নম্বর, অস্ট্রেলিয়াতে ১০ নম্বর এবং কানাডাতে ১৬ নম্বর। এছাড়াও সরকারী ও বেসরকারী চাকরি যেমন- সমাজকল্যাণ বিভাগ, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, প্রয়াস, স্পোর্টস টিম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আই সিআরসি, পুনর্বাসন কেন্দ্র, বিভিন্ন প্রকল্প (হ্যান্ডিক্যাপ বাংলাদেশ) সহ দেশের বাইরে চাকরি করার সুযোগ রয়েছে। ফিজিওথেরাপিস্টগণ স্বাধীনভাবেও রোগী দেখতে পারেন। বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউট (বিএইচপিআই) থেকে শিক্ষাগ্রহণ করে এ পর্যন্ত পাস করা ফিজিওথেরাপিস্টগণ দেশ- বিদেশে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন। এই প্রতিষ্ঠান থেকে পাসকৃত বেশ কয়েকজন ফিজিওথেরাপিস্ট বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং অনেকেই পিএইচডিতে অধ্যয়নরত আছেন। এই অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত চারশ’ বিয়াল্লিশ জন স্নাতক ডিগ্রী পাস করেছেন এবং সবাই সফলতার সঙ্গে কর্মক্ষেত্রে যুক্ত আছেন। উল্লেখ্য, এই প্রফেশনালদের মধ্যে ১৫০ জন (শতকরা ৩৩ ভাগ) ফিজিওথেরাপিস্ট সিআরপিতে কর্মরত আছেন, স্ব স্ব কর্মক্ষেত্রে আছেন ৯৬ জন (শতকরা ২২ ভাগ), এনজিও ও সরকারী চাকরিতে আছেন ৬১ জন (শতকরা ১৪ ভাগ) এবং বিদেশে কাজ ও পিএইচডিতে অধ্যয়নরত আছেন ৭১ জন (শতকরা ১৬ ভাগ)। ফিজিওথেরাপি চিকিৎসকরা নিউরোলোজিক্যাল ডিজঅর্ডার, মাস্কুলোস্কেলেটাল এবং অর্থোপেডিক কন্ডিশন, পেডিয়াট্রিক ডিজঅর্ডার, কার্ডিওপালমোনারি এবং রেসপিরেটরি রোগ, প্রি এবং পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশন, জেরিয়াট্রিক বা বার্ধক্যজনিত রোগ ও তার রিহ্যাবিলিটেশন এসব ক্ষেত্রে চিকিৎসাসেবা প্রদান করে থাকেন। আর দিন দিন এসব রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিস্টগণ সফল ক্যারিয়ার গঠন করে নিজেদের মানবতার সেবায় নিয়োজিত রাখছেন। এই কোর্সটির ভর্তি সম্পর্কে আরও জানতে লগ ইন করুন এই ঠিকানায়- িি.িপৎঢ়-নধহমষধফবংয.ড়ৎম লেখক : সহকারী অধ্যাপক, ফিজিওথেরাপি বিভাগ, বিএইচপিআই, সিআরপি, সাভার, ঢাকা
×