ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপ্রিয়া ভৌমিক

ফাহাদ ও মুভের সফলতার গল্প

প্রকাশিত: ০৬:৫৭, ২৬ ডিসেম্বর ২০১৭

ফাহাদ ও মুভের সফলতার গল্প

বাসার সামনে দাঁড়িয়ে হারুন সাহেব। ঘণ্টাখানেক ধরে ব্যাংকের উঁচু পদে কাজ করছেন, গাড়ি নেই। ওদিকে অফিসের শুরুতেই রয়েছে মিটিং, অগত্যা হাঁটা শুরু করলেন। এমন অবস্থায় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেও বের হচ্ছে, বাবা বললেন তার গাড়ি না পাওয়ার কথা। ছেলে বাবাকে বললেন, ‘আব্বু তোমার তো তাড়া, দাঁড়াও মুভে দেখি এদিকে কেউ আছে কিনা।’ দেয়ার কয়েক মিনিটের মাঝেই একজন হাজির, বাবা সময় মতো পৌঁছালেন কর্মস্থলে আর নেমে অনেকক্ষণ কথাও বললেন যে সার্ভিসটা তিনি নিলেন সে রাইডার বেসরকারী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী নাদিমের সঙ্গে। তার ভেবে খুব ভাল লাগল যে দ্রুত পরিবহন খাতে একটা বিপ্লব তৈরি হয়েছে। অফিসে ঢুকে মিটিং শেষে দুপুরের খাবার খেয়ে নেটে সার্চ দিলেন ‘গটঠ’, জানলেন মুভের যাত্রা শুরু হয় ২০১৭তে, রাইড শেয়ারিং নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু“হয় অক্টোবর ২০১৭তে। এতক্ষন যে গল্পটি আমরা পড়ছিলাম তার রূপকার ফাহাদ ইবনে ওয়াহাব। বাংলাদেশী স্বপ্নবাজ তরুণ মুভ টিমের সিইও, তিনি জানালেন, ‘এখন আমরা অনেক বড় পরিবার, আমি মূলত গত ৪ বছর বাংলাদেশের বিভিন্ন স্টার্টআপ ব্যবসার সঙ্গে জড়িত! জলদি, মুভিয়ান্স তাদের মধ্যে অন্যতম! ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুভের জন্ম এবং সেই লক্ষ্যে আমি এবং মুভ টিম এগিয়ে চলছি।’ মুভ টিমের সঙ্গে জড়িত কারা জানতে চাইলে জানান, ‘মুভ হলো একটি দলীয় প্রচেষ্টায় তৈরি একটি ডিজিটাল কোম্পানি যেখানে আরও রয়েছে আমার দক্ষ টেক, অপারেশন ও মার্কেটিং টিম!’ বাইক সার্ভিসের মতো ব্যতিক্রমী আইডিয়া কিভাবে এলো? প্রশ্নের উত্তরে বললেন, আমি বেশ কয়েক বছর লজিস্টিকস ব্যবসাতে জড়িত ছিলাম, বাংলাদেশে অন-ডিমান্ড ডেলিভারি হাব তৈরি করা ছিল আমার মূল লক্ষ্য! সেখান থেকেই আমার রাইড শেয়ারিং ব্যবসার সূত্রপাত! এখন আমার ইচ্ছা, শুধু ডেলিভারি নয় অন-ডিমান্ড সার্ভিস হাব করার! হাস্যোজ্জ্বল ফাহাদ ইবনে ওয়াহাব একজন সাধারণ মানুষ তবে ১০০% টেক- হোলিক ও বটে! তার বেড়ে ওঠা একটা মধ্যবিত্ত পরিবারে। অনেক পরিশ্রমের পর আজ এই পর্যায়ে আশা, দেশ এবং দেশের মানুষের জন্য ভাল কিছু করার ইচ্ছা সব সময়। মুভের সাড়া রয়েছে ব্যাপক।মুভ-রাইডের পাশাপাশি মুভ নিয়ে এসেছে আরও দুটি সেবা, মুভ-সেন্ড এবং মুভ-ফুড! সামনে মুভ সিএনজি আসছে, বাংলাদেশ ট্রান্সপোর্টেশন এবং ডেলিভারি সিস্টেমটাকে সহজ করা এখন তাদে মূল লক্ষ্য! আমাদের এখন ৩০ হাজার+রেজিস্টার কাস্টমার রয়েছে। যারা রেগুলার আমাদের সার্ভিস গ্রহণ করছেন। মুভ টিমের স্বপ্ন কি জানতে চাইলাম স্বপ্নবাজ ফাহাদের কাছে, ‘মুভের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন একসঙ্গে বাস্তবায়ন করা! বাংলাদেশের জন্য একটি সাকসেসফুল অন-ডিমান্ড প্লাটফর্ম তৈরি করা এবং দেশীয় ডিজিটাল ব্র্যান্ড হিসেবে শুধু বাংলাদেশে নয় গ্লোবালি বিসনেস ডেভেলপ করা!’
×