ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম মিডিয়া ক্লাব এন্টারটেইনার এ্যাওয়ার্ড ২০১৭ প্রদান

প্রকাশিত: ০৬:৪৯, ২৬ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রাম মিডিয়া ক্লাব এন্টারটেইনার এ্যাওয়ার্ড ২০১৭ প্রদান

সংস্কৃতি ডেস্ক ॥ চট্টগ্রামের হোটেল ল্যান্ড মার্কে মিডিয়া ক্লাবের আয়োজনে সম্প্রতি ‘চট্টগ্রাম মিডিয়া ক্লাব এন্টারটেইনার এ্যাওয়ার্ড ২০১৭’ প্রদান করা হয়েছে। প্রেজুডিস ক্রিয়েশন এন্ড কমিউনিকেশনের তত্ত্বাবধানে জালাল ভূঁইয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান লেখক রাশেদ রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি একেএম শামসুজ্জামান ভূঁইয়া। আয়োজনে অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব রবিউল আলম, বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউএসটিসির উপাচার্য মাস্টার ফিরোজ খান, গ্রুপ থিয়েটার ফোরাম চট্টগ্রামের সভাপতি খালেদ হেলাল ও সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসাইন, সাধারণ সম্পাদক সঞ্চিতা, চট্টগ্রাম প্রকাশক সমিতির সভাপতি শাহ আলম নিপু ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হামিদ মোঃ জসিম ও বাচসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি লিটন এরশাদ। এবার এ আয়োজনে মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছে ব্রিটিশ বিরোধী বিপ্লবের অন্যতম বিপ্লবী লাল মোহন সেন ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল কাশেম সন্দ্বীপকে। এছাড়া অন্য সম্মাননা পেয়েছেন শোভনময় ভট্টাচার্য, জাহাঙ্গীর বিপ্লব, অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী, মানষী দাশ তালুকদার, এমরান চৌধুরী, রিয়াজুল রিজু, রণজিৎ রক্ষিত, অধ্যাপক ডাঃ কাজী রফিকুল হক, আবু তাহরে চিসতি ও ফখরুল আরেফিন খান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে রিয়া দাশ চায়না ও তার দল অহনা, সঙ্গীত পরিবেশন করেন সোহেল ভূঁইয়া, তূর্ণ, সাবিবা, তানিসা ও মামুন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শান্তা রহমান।
×