ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলে গেলেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায়

প্রকাশিত: ০৬:৪৮, ২৬ ডিসেম্বর ২০১৭

চলে গেলেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায়

সংস্কৃতি ডেস্ক ॥ ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা ও সঙ্গীতশিল্পী পার্থ মুখোপাধ্যায় চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার সকালে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া মেনে এসেছে। গতকালই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানা গেছে। পার্থ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪৭ সালের ২১ সেপ্টেম্বর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম কম করেছিলেন তিনি। সঙ্গীত পরিচালক অসীমা ভট্টাচার্য তাঁর স্ত্রী। অসীমা নিজেও ছোট পর্দায় অভিনয় করেছেন। বেশ কিছুদিন ধরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অভিনেতা। বাংলা চলচ্চিত্র জগতের এক জন অত্যন্ত জনপ্রিয় এবং প্রথম সারির অভিনেতা ছিলেন পার্থ মুখোপাধ্যায়। উত্তমকুমারের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন। একচেটিয়া ভাবে উত্তমকুমারের ভাই ও ছেলের চরিত্রে অভিনয় করে নজর কেড়ে ছিলেন অভিনেতা। এক জন দক্ষ অভিনেতার পাশাপাশি সঙ্গীত শিল্পীও ছিলেন পার্থ মুখোপাধ্যায়। ১৯৫৬ সালে পরিচালক চিত্ত বসু তাঁর ‘মা’ চলচ্চিত্রের জন্য এক জন শিশু অভিনেতার খোঁজ করছিলেন। সেই সময় পার্থ মুখোপাধ্যায়কে ওই চরিত্রে অভিনয় করার সুযোগ দেন তিনি। তপন সিংহ পরিচালিত ‘অতিথি’ পার্থ মুখোপাধ্যায়ের ক্যারিয়ারের একটি অন্যতম সেরা চলচ্চিত্র। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শক। এ ছাড়াও ‘ধন্যি মেয়ে’ (১৯৭১), ‘অগ্নিশ্বর’(১৯৭৫), ‘আমার পৃথিবী’(১৯৮৫)-র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই অন্তরালে পার্থ মুখোপাধ্যায়। পরিবার সূত্রে জানানো হয়েছে, গত অক্টোবর মাসে বাড়িতেই এক বার পড়ে যান তিনি। এর পর নবেম্বর থেকে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শেষ বার ভর্তির পর থেকেই ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে।
×