ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিরে দেখা-২০১৭ ॥ ঢাকার মঞ্চে নতুন যত নাটক

প্রকাশিত: ০৬:৪৭, ২৬ ডিসেম্বর ২০১৭

ফিরে দেখা-২০১৭ ॥ ঢাকার মঞ্চে নতুন যত নাটক

সাজু আহমেদ ॥ বিদায়ের দ্বারপ্রান্তে -২০১৭। এ বছর সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান অনুষঙ্গ মঞ্চনাটকের জন্য ছিল সুবর্ণ সময়। বছরের শুরু থেকেই নতুন নতুন প্রযোজনায় মঞ্চপাড়া ছিল সরগরম। এর মধ্যে বেশিরভাগই ছিল নিরীক্ষাধর্মী ও মানসম্পন্ন কিছু প্রযোজনা। এ বছরের আলোচিত ঘটনা নাটবাঙলা নাট্যদলের ‘রিজওয়ান’ এবং লোকনাট্যদলের ‘কঞ্জুস’ নাটকের ৭০০তম মঞ্চায়ন। এছাড়া দেশী-বিদেশী দল নিয়ে নাট্যোৎসবে প্রাণবন্ত ছিল এ অঙ্গনটি। ২০১৭ সালের কয়েকটি নতুন প্রযোজনা নিয়ে এ প্রতিবেদন। নাগরিক নাট্যাঙ্গন ‘ক্রীতদাসের হাসি’ : বছরের দ্বিতীয় দিন ২ জানুয়ারি ‘ক্রীতদাসের হাসি’ নাটকটি মঞ্চে আনে নাগরিক নাট্যাঙ্গন। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে শওকত ওসমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। কথাশিল্পী শওকত ওসমানের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন হৃদি হক এবং নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। ফলে দর্শকের আগ্রহ ছিল এ নাটকটিকে ঘিরে। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় নাটকটির বিশেষ মঞ্চায়ন হয় ২১ ফেব্রুয়ারি। এথিক নাট্যদলের ‘চণ্ডীদাস’ : বছরের শুরুর দিকে ৭ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় এথিক নাট্যদলের প্রযোজনা ‘চণ্ডীদাস’ নাটক। সর্বকালের সেরা কবি চণ্ডীদাসের প্রেমগাথা নিয়ে অপু শহীদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। দেশ নাটকের ‘সুরগাঁও’ : এ বছরের সবচেয়ে আলোচিত নাটক ছিল মাসুম রেজা রচিত ও নির্দেশিত ‘সুরগাঁও’। ২০ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপরই আলোচনায় আছে নতুন এই নাটকটি। ঢাবির ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার স্টাডিজ বিভাগের নতুন নাটক ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’ নাটমণ্ডলে উদ্বোধনী মঞ্চায়ন হয় ১৮ জানুয়ারি। তিন দিনব্যাপী নাটমণ্ডল মিলনায়তনে এ নাটকটির প্রদর্শনী হয়। সৈয়দ শামসুল হকের ‘নূরলদীনের সারাজীবন’ ও ‘নিষিদ্ধ লোবান’ এবং ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ অবলম্বনে আবহমান ইতিহাসের ধারায় বাঙালীর রাষ্ট্র নির্মাণের আখ্যান নাটকটির মাধ্যমে পরিবেশিত হয়। এই নাট্যের বুনন ও বিন্যাসে প্রথমেই গৃহীত হয়েছে সৈয়দ হকের কাব্যনাটক ‘নূরলদীনের সারাজীবন’, নাট্যের দ্বিতীয় বুননশীল উপাদান হলো ১৯৭১-এর মুক্তিযুদ্ধের অগ্নগর্ভ আদিগন্ত প্রেক্ষাপট উন্মোচন করে সৈয়দ হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ এবং তৃতীয় বুননশীল উপাদান হিসেবে এসেছে সব্যসাচীর আরেক কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুল কবির। প্রাঙ্গণেমোরের ‘দাঁড়াও পথিকবর জন্ম যদি তব বঙ্গে’ : এ বছরের প্রথম মাস জানুয়ারির ২৬ তারিখে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘দাঁড়াও পথিকবর জন্ম যদি তব বঙ্গে’ নাটকটি মঞ্চে আনে প্রাঙ্গণেমোর। অপূর্ব কুমার কুন্ডু রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকের তিনটি চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হীরা, রামিজ রাজু ও শুভেচ্ছা। নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু, আলোক পরিকল্পনা করেছেন সুজন আহমেদ। মাইকেল মধু মধুস সুদন দত্তের শেষ জীবনের গল্প নিয়ে নির্মিত চমৎকার এই নাটকটির অবশ্য খুব বেশি মঞ্চায়ন হয়নি। বেঙ্গল থিয়েটারের ‘জলপুত্র’ : শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে গত ২৯ জানুয়ারি বেঙ্গল থিয়েটারের প্রথম প্রযোজনা ‘জলপুত্র’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। হরিশংকর জলদাসের ‘জলপুত্র’ উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন রুমা মোদক ও নির্দেশনা দিয়েছেন হাসান রেজাউল। একজন জেলে নারীর সংগ্রামী জীবনের পাশাপাশি জেলেপুত্রদের অধিকার সচেতন হয়ে ওঠার চিত্র তুলে ধরা হয়েছে এ নাটকে। নাটকটিতে একজন নারীর সংগ্রামশীল জীবন কথনের পাশাপাশি শোষণের হাত থেকে বাঁচার জন্য জলপুত্রদের প্রতিবাদী হয়ে ওঠার চিত্র তুলে ধরা হয়। ঢাকা থিয়েটারের ‘আওয়ার কান্ট্রি ইজ গুড’ : চলতি বছর ৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় নাট্যশালার মূল হলে ‘আওয়ার কান্ট্রি ইজ গুড’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। টমাস কেনিলের ‘দ্য প্লে মেকার’ উপন্যাস অবলম্বনে অস্ট্রেলিয়ান নাট্যকার টিম্বারলেক ওয়াটেনবেকারের নাটক অবলম্বনে এর অনুবাদ করেন আবদুস সেলিম। ঢাকা থিয়েটারের ৪৬তম প্রযোজনা ‘আওয়ার কান্ট্রি ইজ গুড’ নাটকের নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবীর হিমু। কাদামাটির ‘রোমিও-জুলিয়েট’ : শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে কাদামাটি প্রযোজিত ‘প্রেমলীলা’ গীতিনাট্যের উদ্বোধনী মঞ্চায়ন হয়। উইলিয়াম শেক্সপিয়রের অমর গাথা ‘রোমিও-জুলিয়েট’ অবলম্বনে ‘প্রেমলীলা’র পরিকল্পনায় ছিলেন ফেরদৌস হাসান। নাটকটির সংলাপ ও গীত রচনা করেছেন অপু মেহেদী। যৌথভাবে এর নির্দেশনা দিয়েছেন ফেরদৌস হাসান ও আমিনুল আশরাফ। নাট্যচক্রের ‘মৃত্যুক্ষুধা’ : চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি নাট্যচক্র মঞ্চে আনে কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস অবলম্বনে নাট্যচক্র মঞ্চে আনে নাটক ‘মৃত্যুক্ষুধা’। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। শিল্পকলার প্রযোজনা ‘হ্যামলেট’ : ইউরোপীয় নাট্যকার শেক্সপিয়রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমি এ বছরের ১৬ এপ্রিল মঞ্চে আনে ‘হ্যামলেট’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সর্বশেষ অনূদিত এ নাটকটি নির্দেশনা দেন বরেণ্য নাট্যনির্দেশক আতাউর রহমান। নাটকে ঢাকার বিভিন্ন নাট্যদলের প্রায় ৮০ শিল্পী অভিনয় করেছেন। বাংলাদেশ থিয়েটারের ‘আমি’ : এ বছরের ১০ আগস্ট মঞ্চে আসে বাংলাদেশ থিয়েটারের সপ্তদশ প্রযোজনা একক অভিনীত নাটক ‘আমি’। তরুণ নাট্যকার মাহবুব আলম রচিত ‘আমি’ নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভীন লোপা। নাটকে একক অভিনয় করেছেন খন্দকার শাহ আলম। ৮টি মঞ্চায়নের পর ভারতের মাটিতে একাধিক মঞ্চায়নে প্রশংসিত হয় নাটকটি। নাটবাঙলার ‘রিজওয়ান’ নিয়ে হইচই : ঢাকায় গত এক যুগে কোন মঞ্চনাটক নিয়ে নগরবাসী মাতামাতি করেছে তেমন নজির নেই। এই এক ‘রিজওয়ান’ ছাড়া। লোকে উচ্চমূল্যে টিকেট কিনেছে তো বটেই, উপরন্তু অগ্রিম বুকিংও দিয়ে রাখেন। টানা উনিশবার মঞ্চস্থ হয়েছে নাটকটি। এ বছরের ১ সেপ্টেম্বর নাটকটি মঞ্চে আসে। এরপর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাটকটির ১৯টি মঞ্চায়ন হয়। কাশ্মীরি বংশোদ্ভূত মার্কিন কবি আগা শাহিদ আলীর কাব্যগ্রন্থ ‘দ্য কান্ট্রি উইদাউট আ পোস্ট অফিস’ অবলম্বনে তরুণ ভারতীয় নাট্যকার অভিষেক মজুমদার এই নাটকটি লিখেছেন। এই নাটকটি বাংলায় ভাষান্তর করেছেন ঋদ্ধিবেশ ভট্টাচার্য। আর মঞ্চ, আলোক পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘চম্পাবতী’ : পল্লী কবি জসিমউদ্দীনের ‘বেদের মেয়ে’ উপন্যাস অবলম্বনে সৈয়দ শামসুল হক রচিত শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘চম্পাবতী’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন এ বছর ২২ সেপ্টেম্বর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের মঞ্চায়ন হয়। নাটকের নির্দেশনা দেন দলপ্রধান খোরশেদুল আলম। সময়ের ‘যযাতি’ : এ বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকার মঞ্চে ‘যযাতি’ নামে নতুন একটি নাটক নিয়ে হাজির হয় সময় নাট্যদল। ওইদিন শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সংগঠনটির ৩০তম প্রযোজিত এ নাটক মঞ্চস্থ হয়। প্রখ্যাত নাট্যকার গিরিশ কারনাডের ‘যযাতি’ নাটকটির ভাষান্তর করেছেন সলীল চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। নাটকটি নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফকরুল ইসলাম, রুমা, মানসুরা আক্তার লাভলী, আব্দুল্লাহেল বারী, সুনিতা বড়ুয়া ও ইশরাত নিগার লাজ। অবশ্য গত বছরের ডিসেম্বরে কলকাতার ‘অনিক’ আয়োজিত ১৮তম গঙ্গা-যমুনা নাট্যোৎসবে নাটকটির একটি আন্তর্জাতিক প্রদর্শনী হয়। যশোরের বিবর্তন নাট্যদলের ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’ : চলতি বছরের ৩ নবেম্বর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন করে যশোরের বিবর্তন নাট্যদল। সাধনা আহমেদ রচিত গীত ও বর্ণনানির্ভর এ নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ড. ইউসুফ হাসান অর্ক। ঢাকা মৌলিক নাট্যদলের ‘সুবচন নির্বাসনে’: ঢাকার মঞ্চে অন্যতম নাট্য সংগঠন ঢাকা মৌলিক নাট্যদল এবছরের ৬ নবেম্বর মঞ্চে আনে বহুল আলোচিত নাটক ‘সুবচন নির্বাসনে’। এটি দলের তৃতীয় প্রযোজনা। প্রয়াত নাট্যকার আব্দুল্লাহ আল মামুন রচিত এই নাটকটি নির্দেশনা দিয়েছেন ঢাকা মৌলিক নাট্যদলের প্রধান সাজু আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কানিজ ফাতেমা, নিলয় রহমান, অহি চৌধুরী, তুষার খান, সাজু আহমেদ,পাপড়ি সুলতানা পিয়া, শাওন আহমেদ, জিল্লুর রহমান জুয়েল, অলি উল্লাহ অলি প্রমুখ। পদাতিক নাট্য সংসদের ‘গুনজান বিবির পালা’ : এ বছরের ১২ নবেম্বর মঞ্চে আসে পদাতিক নাট্য সংসদের নতুন নাটক ‘গুনজান বিবির পালা’। লোক কাহিনী সাত ভাই চম্পা অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্যকর্মী সায়িক সিদ্দিকী। বটতলার ‘বন্যথেরিয়াম’ : এ বছর ১৬ নবেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির নজরুল মঞ্চে ঢাকা লিট ফেস্টে ‘বন্যথেরিয়াম’ নাটকের মঞ্চায়ন হয়। নটকটি বটতলার দশম প্রযোজনা। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নবীন নির্দেশক ইভান রিয়াজ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তৌফিক হাসান ভুঁইয়া, ধ্রুব কায়েস, শেউতি শাগুফতা, হাফিজা আক্তার ঝুমা, সুমিত তেওয়ারি রানা, নোঙর রাসেল, পঙ্কজ মজুমদার, ম. সাঈদ, শাহদাৎ হোসেন, মাফরুর জাওয়াদ, আবু জাফর, কেএম মুত্তাকি ও ইভান রিয়াজ। নাটকে বাদ্যযন্ত্র ও কণ্ঠে শারমিন ইতি, হুমায়ূন আজম রেওয়াজ, রায়হান বাবু, শাবরুল ইসলাম, অমিত। নাটকের বিভিন্ন গানে সুর ও সঙ্গীত পরিকল্পনা ব্রাত্য আমিন ও হুমায়ূন রেওয়াজ, কোরিওগ্রাফি সামিনা লুৎফা নিত্রা প্রপস ও সেট পাভেল রিয়াজ ও ম. সাঈদ, পোশাক পরিকল্পনা তৌফিক হাসান ভুঁইয়া, প্রযোজনা তত্ত্বাবধায়ন শে’উতি শাগুফতা, প্রযোজনা ব্যবস্থাপনা সুমিত তেওয়ারি রানা, নির্দেশনা উপদেষ্টা মোহাম্মদ আলী হায়দার। দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ : ২০০১ সালে প্রথম মঞ্চস্থ মহিলা সমিতি মিলনায়তনে প্রথমবার মঞ্চস্থ হয় দেশ নাটকের ‘নিত্যপুরাণ’। ২০০৫ সালে নাটকটির সর্বশেষ অভিনয়ের পর দীর্ঘ ১৪ বছর পর আবারও মঞ্চে এলো নাটকটি। এবছরের ১০ ও ১১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়। দীর্ঘ ১৪ বছরের ব্যবধানে দ্রুপদীর ভূমিকায় আবারও মঞ্চে অবতীর্ণ হোন বন্যা মির্জা। ১৪ বছর আগের ‘নিত্যপুরাণ’ আর ২০১৭ সালের নিত্যপুরাণে কিছু পার্থক্য চোখে পড়েছে। বিশেষ করে পোশাক, সেট, লাইট ও ডিজাইনে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ৩০ বছরে ‘কঞ্জুস’ ৭০০তম মঞ্চায়ন : ১৯৮৭ সালের ৮ মে প্রথম মঞ্চস্থ হয় লোক নাট্যদলের জনপ্রিয় প্রযোজনা ‘কঞ্জুস’। এ বছরের ১৫ ডিসেম্বর নাটকটি ৭০০তম প্রদর্শনী হয়। যা বাংলাদেশের মঞ্চ নাটকের ইতিহাসে অন্যতম ঘটনা। ৩০ বছর ধরে নাটকটি মঞ্চায়ন করছে লোক নাট্যদল। ফরাসি নাট্যকার মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে এর অনুবাদ করেন তারিক আনাম খান। নির্দেশনা দেন লিয়াকত আলী লাকী। নাটকটির শততম প্রদর্শনী হয় ১৯৯৩ সালের ১২ ফেব্রুয়ারি। ৪০০তম প্রদর্শনী হয় ২০০১ সালের ২১ সেপ্টেম্বর। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর নাটকটির ৫০০তম প্রদর্শনী হয়। কাব্যিকের ‘ও মনপাহিয়া’ ও ‘ভানুবিল’ : বৈশ্বিক প্রেক্ষাপটে ভিন্ন মঞ্চসজ্জা, আলোক ও অভিনয় আঙ্গিকে বছরের মঞ্চে আসছে কাব্যিক প্রযোজনা ‘ও মনপাহিয়া’। আফ্রিকান মিথনির্ভর ছোটগল্পকার নিয়্যা কৌউতুর ছোটগল্প অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। আফ্রিকান নোবেল বিজয়ী এ সাহিত্যিকের গল্প নিয়ে এটি বাংলাদেশের মঞ্চে প্রথম কাজ। অন্যদিকে ব্রিটিশবিরোধী আন্দোলনে মণিপুরী কৃষক সম্প্রদায়ের অবদান ও মুুক্তিযুদ্ধের মণিপুরীদের অংশগ্রহণ ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে ‘ভানুবিল’ নতুন করে মঞ্চে আনছে তারা। এছাড়া স্বপ্নদলের ‘হেলেন কেলার’, থিয়েটার তোপখানার ‘তৃতীয় পুরুষ’, বুনন থিয়েটারের ‘সিক্রেট অব হিস্ট্রি’, থিয়েটার ওয়ালা রিপার্টরির ‘জবর আজব ভালবাসা’, মেঠোপথ থিয়েটারের ‘অতপর মাধো’, মহাকালের ‘শিবানী সুন্দরী’ নতুন করে এ বছর মঞ্চে আনে। পাশাপাশি ঢাকার বাইরেও বেশ কিছু নাট্যদল নতুন নাটক মঞ্চে আনে এ বছর।
×