ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাবর আজমের ২৬ বলে সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:৪৫, ২৬ ডিসেম্বর ২০১৭

বাবর আজমের ২৬ বলে সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ৩৬ ওয়ানডের ক্যারিয়ারে ৫৮.৬০ গড়ে ১ হাজার ৭৫৮ রানের পথে ৭টি সেঞ্চুরি ও সমানসংখ্যক হাফ সেঞ্চুরি বাবর আজমের। আইসিসি চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরশত্রু ভারতের বিপক্ষে ৫২ বলে ৪৬ রানের ইনিংস খেলে পাকিস্তানের ট্রফিজয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। কোচ মিকি আর্থার প্রায়শ তাকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন। আজম যে বিশেষ প্রতিভাধর এক ব্যাটসম্যান সেটি আরও একবার প্রমাণ হলো। এবার টি১০ ক্রিকেটে মাত্র ২৬ বলে সেঞ্চুরি হাঁকালেন লাহোরে জন্ম নেয়া ২৩ বছর বয়সী ডানহাতি উইলোবাজ। বাবরের ঝড়ো ইনিংসটিতে ছিল ৭টি বাউন্ডারি ও ১১টি ছক্কার মার। স্ট্রাইক রেট বিস্ময় জাগানিয়া, ৩৮৪.৬২! না, আন্তর্জাতিক বা কোন স্বীকৃত ঘরোয়া টুর্নামেন্টে নয়, বাবর বিরল এই কা- করেছেন ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ আয়োজিত টি১০ চ্যারিটি ম্যাচে। ঘরের মাঠে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের (এসএএফ) চ্যারিটি ম্যাচে এবার নিজের সামর্থ্যকেই যেন নতুন কর জানান দিলেন আলোচিত পাকিস্তানি এ ব্যাটসম্যান। এসএএফের ১০ ওভারের চ্যারিটি ম্যাচে খেলতে নেমে ২৬ বলে সেঞ্চুরির রেকর্ড গড়লেন বাবর । তার সঙ্গে এক ওভারে ৬ ছক্কার রেকর্ড গড়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। শুরুতে বল হাতে অনিয়মিত বাবর আজমের অফস্পিন বোলিংয়ে-ই এক ওভারে ৬ ছক্কা হাঁকান মালিক! বোলিংয়ে লজ্জার রেকর্ডের পর ব্যাট হাতে জবাব দিয়েছেন বাবর। এসএএফ ফাউন্ডেশনের চ্যারিটি ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হয় এসএএফ রেড ও এসএএফ গ্রিন দল। শুরুতে ব্যাট করতে নেমে এসএএফ রেড দল মালিকের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে ১০ ওভারে ২১১ রান করে। জয়ের জন্য খেলতে নেমে বাবরের রেকর্ড সেঞ্চুরিতে ৯ উইকেটে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে এসএএফ গ্রিন দল। বাবরের সেঞ্চুরির দিনে ম্লান হয়ে গেছে লাল দলের শোয়েব মালিকের ব্যাটিং। ক’দিন আগেই টি২০তে দ্রুততম সেঞ্চুরির (৩৫ বলে) রেকর্ড গড়েছিলেন ভারতের রোহিত শর্মা। সেটা অবশ্য ছিল আন্তর্জাতিক ম্যাচে। এবার টি-১০ ক্রিকেটে মাত্র ২৬ বলেই সেঞ্চুরি করলেন বাবর আজম। হোক না চ্যারিটি বা পাড়ার ক্রিকেট, ২৬ বলে সেঞ্চুরি সবসময়ই অন্যরকম এক রোমাঞ্চের। আর সেটি যদি আসে উঠতি কোন আন্তর্জাতিক তারকার ব্যাট থেকে, তবে তো কথাই নেই। বিদায়ী বছরের শেষ লগ্নে বিশ্ব ক্রিকেটেই তাই বিষয়টা দারুণ সাড়া ফেলে দিয়েছে। দি ব্লেজার বিডি বিজয় দিবস জিমন্যাস্টিকস স্পোর্টস রিপোর্টার ॥ আজ জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে ‘দি ব্লেজার বিডি’ বিজয় দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপত শেখ বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দি ব্লেজার বিডি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সহ-সভাপতি এনামুল হক চৌধুরী খসরু।
×