ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবল, রেকর্ডের হাতছানি হ্যারি কেনের

‘বক্সিং ডে’তে মাঠে নামছে পরাশক্তিরা

প্রকাশিত: ০৬:৪৪, ২৬ ডিসেম্বর ২০১৭

‘বক্সিং ডে’তে মাঠে নামছে পরাশক্তিরা

স্পোর্টস রিপোর্টার ॥ বড়দিনের উৎসবের আমেজ নিয়ে আজ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে মাঠে নামছে পরাশক্তিরা। বড়দিনের পরের দিন হওয়ায় ‘বক্সিং ডে’ হিসেবে অভিহিত করা হয় আজকের দিনটিকে। তাৎপর্যবহ এই দিনে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল ছাড়া সব বড় দল। মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। অর্থাৎ ১৬টি দল থাকবে ময়দানী লড়াইয়ে। মুখোমুখি হচ্ছে টটেনহ্যাম হটস্পার-সাউদাম্পটন, বোর্নমাউথ-ওয়েস্টহ্যাম ইউনাইটেড, চেলসি-ব্রাইটন, হাডার্সফিল্ড টাউন-স্টোক সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড-বার্নলি, ওয়াটফোর্ড-লিচেস্টার সিটি, ওয়েস্টব্রুমউইচ-এভারটন ও লিভারপুল-সোয়ানসি সিটি। বুধবার নিউক্যাসল্ ইউনাইটেডের মুখোমুখি হবে টেবিল টপার ম্যানচেস্টার সিটি। আর বৃহস্পতিবার ক্রিস্টাল প্যালেসের আতিথ্য নেবে আর্সেনাল। বর্তমানে ১৯ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে থেকে শীর্ষে ম্যানসিটি। ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ, ৩৯ পয়েন্ট নিয়ে তিনে চেলসি, ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম ও ২৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে লিচেস্টার। নিজেদের সবশেষ ম্যাচে সহজ জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। এ্যাওয়ে ম্যাচে স্পার্সরা ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক বার্নলিকে। টটেনহ্যামের হয়ে হ্যাটট্রিক করেন হ্যারি কেন। তবে ড্র করে পয়েন্ট খোয়ায় চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এ্যাওয়ে ম্যাচে এভারটনের মাঠে গোলশূন্য ড্র করে চেলসি। আর লিচেস্টার সিটির মাঠে অন্তিম মুহূর্তে গোল হজম করে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যাম তাই জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। ম্যানইউ ও লিভারপুল দু’দলই নিজেদের শেষ ম্যাচে ড্র করেছে। দু’টি দলেরই লক্ষ্য জয়ের ধারায় ফিরে আসা। ম্যানইউ কোচ জোশে মরিনহো বলেন, আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। আগের ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। যেভাবে আমরা পয়েন্ট হারিয়েছি তা মেনে নেয়া কঠিন। আশা করছি আবারও দল জয়ের ধারায় ফিরবে। লিভারপুল সবশেষ ম্যাচে আর্সেনালের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। রোমাঞ্চকর ম্যাচে জয়ের সুযোগ ছিল দ্য রেডসদের। এ্যানফিল্ডে বক্সিং ডে’তে সেই আক্ষেপ ঘোচাতে চান কুটিনহো, ফিরমিনোরা। লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেন, আমরা জয়ের জন্যই মাঠে নামব। কয়েকটি ম্যাচে আমরা যেভাবে পয়েন্ট হারিয়েছি সেটা থেকে বের হতে হবে। আগের ম্যাচে দারুণ কীর্তি গড়েন হ্যারি কেন। এ্যালান শিয়েরারের গড়া এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন টটেনহ্যাম তারকা। বার্নলির বিরুদ্ধে দলের তিন গোলের জয়ে প্রতিটিই করেন ইংলিশ ফরোয়ার্ড। ২০১৭ সালে প্রিমিয়ার লীগে এ নিয়ে ৩৬ গোল করেছেন হ্যারি। ইংল্যান্ডের শীর্ষ লীগে এক ক্যালেন্ডার ইয়ারে এটি সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৯৯৫ সালে ব্লাকবার্নের হয়ে এ্যালান শিয়েরারও করেছিলেন ৩৫ গোল। আজই তাই শিয়েরারকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ থাকছে কেনের।
×