ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন বছরে পাঁচ শিরোপায় চোখ কোচ ছোটনের

প্রকাশিত: ০৬:৪৪, ২৬ ডিসেম্বর ২০১৭

নতুন বছরে পাঁচ শিরোপায় চোখ কোচ ছোটনের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের মহিলা ফুটবলের ইতিহাসে বিপ্লব ঘটিয়ে যিনি প্রায় কিংবদন্তির পর্যায়ে চলে গেছেন, তিনি গোলাম রব্বানী ছোটন। এ পর্যন্ত যত সাফল্য পেয়েছে বাংলাদেশের মহিলা ফুটবল, তার সবই এসেছে ছোটনের হাত ধরে। এএফসি অনুর্ধ-১৪ বালিকা চ্যাম্পিয়ন (আঞ্চলিক) আসরে দু’বার (২০১৫ ও ২০১৬), এএফসি অনুর্ধ-১৬ আসরের (২০১৬) আঞ্চলিক বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন একবার এবং সর্বশেষ সাফ অ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে (২০১৭) একবার শিরোপা জিতেছে বাংলাদেশ মহিলা ফুটবল দল কোচ ছোটনের অধীনে। এছাড়া তার অধীনে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে একবার রৌপ্যপদক অর্জন (২০১৬), দু’বার সেমিফাইনালিস্ট (২০১০ ও ২০১৪); এসএ গেমস ফুটবলে দু’বার তাম্রপদক (২০১০ ও ২০১৬) অর্জন করেছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। তবে এখানেই থেমে যেতে চান না ছোটন। নতুন বছরে পাঁচটি শিরোপা হাতছানি দিচ্ছে তাকে। এগুলো হচ্ছে : তিনটি সাফ টুর্নামেন্ট (অ-১৫, ১৮ এবং সিনিয়র সাফ), একটি ফুটসাল টুর্নামেন্ট (থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য) এবং এএফসি অ-১৬ ও ১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব আসর। এ প্রসঙ্গে ছোটন জনকণ্ঠকে জানান, ‘মেয়েদের ফুটবলে স্পন্সর, বাফুফে ও মিডিয়ার অবদান থাকলে এবং নীরবচ্ছিন্ন প্রশিক্ষণ ক্যাম্প চালু থাকলে অবশ্যই মেয়েরা এই আসরগুলোতে চ্যাম্পিয়ন হতে পারবে বলে বিশ্বাস করি।’
×