ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্য অর্জনে আশাবাদী অধিনায়ক সাইফ হাসান

যুব বিশ্বকাপ খেলতে অনুর্ধ-১৯ ক্রিকেট দলের ঢাকা ত্যাগ

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ ডিসেম্বর ২০১৭

যুব বিশ্বকাপ খেলতে অনুর্ধ-১৯ ক্রিকেট দলের ঢাকা ত্যাগ

স্পোর্টস রিপোর্টার ॥ জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে অংশ নিতে সোমবার মধ্য রাতে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। ঢাকা ছাড়ার আগে সকালে মিরপুর একাডেমি মাঠে ও জিমনেশিয়ামে অনুশীলন করে যুবারা। আগেরদিন অনুশীলন শুরুর আগে দলের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছু সময় কাটান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ সময় তিনি যুবাদের ভাল খেলার জন্য কিছু দিক নির্দেশনা, পরামর্শ দেন। বিশ্বকাপে ‘সি গ্রুপ’-এ বাংলাদেশ খেলবে নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ডের বিপক্ষে। ১৩ জানুয়ারি প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই বাংলাদেশ মাঠে নামবে নামিবিয়ার বিপক্ষে। পরের ম্যাচ ১৫ জানুয়ারি, প্রতিপক্ষ কানাডা। ১৮ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে মোকাবেলা করবে সাইফ-আফিফরা। উল্লেখ্য, ঢাকা ত্যাগের আগে বিকেলে ফটোসেশন করে বাংলাদেশ দলের ক্রিকেটার-কর্মকর্তারা। বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসানের লক্ষ্য এবার সুদূরপ্রশারী। গত আসরে ঘরের মাঠে সেমিফাইনালে ওঠা দলটি তৃতীয় হয়েছিল। কিন্তু এবার শিরোপায় চোখ রেখে খেলতে গেলেন তারা। দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন মাশরাফি। যুবাদের পরামর্শ দিয়েছেন নিউজিল্যান্ডের কন্ডিশনে কিভাবে খেলতে হবে। এই ধারণা থেকেই কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে আশাবাদী অধিনায়ক সাইফ।
×