ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন শুরুর প্রত্যয় রোনাল্ডো-রামোসদের

বড় দিনে পরিবারের সঙ্গে উৎসব আনন্দে মেসি-সুয়ারেজরা

প্রকাশিত: ০৬:৪২, ২৬ ডিসেম্বর ২০১৭

বড় দিনে পরিবারের সঙ্গে উৎসব আনন্দে মেসি-সুয়ারেজরা

স্পোর্টস রিপোর্টার ॥ এর চেয়ে ভাল বোধকরি আর হতে পারে না বার্সিলোনার জন্য। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে নাকানি-চুবানি, পয়েন্ট তালিকায় বিস্তার ব্যবধানে এগিয়ে থাকা, সর্বোপরি শিরোপা পুনরুদ্ধারের পথে থাকা। এমন মধুর সময়েই আছে কাতালানরা। রিয়ালকে বিধ্বস্ত করে এখন বড়দিনের উৎসব ও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বার্সার তারকা ফুটবলাররা। ক্লাব কর্তৃপক্ষও খুশি হয়ে মেসি-সুয়ারেজ-মাশ্চেরানোদের বাড়তি ছুটি দিয়েছেন। এই সুযোগে পরিবার, স্ত্রী, সন্তানদের সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন বার্সার বীরেরা। অবশ্য এ সময়ে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সার্জিও রামোসদের সময় কিছুটা হলেও বিষণœতার মধ্যে কাটছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, বড়দিন উপলক্ষে সবকিছু ঝেড়ে ফেলে আনন্দে মেতে উঠেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দলের সুপারস্টাররাও। ২০১৭ সালের শুরুর দিকটা হতাশায় কাটে বার্সিলোনার। তবে শেষটা দুর্দান্তভাগে শেষ করেছে কাতালানরা। বছরের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পরাজিত করায় ফুরফুরে মেজাজে আছে কাতালানরা। শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী রিয়াল পয়েন্ট টেবিলের চার নম্বরে। পয়েন্টের দিক থেকে দুই বড় প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া ১৯তম রাউন্ডে হার নিয়ে মাঠ ছাড়ে। সবমিলিয়ে ‘পারফেক্ট উইক’ শেষ করে বার্সিলোনা। বছরের শেষ ম্যাচ খেলার পর এখন বড়দিনের ছুটিতে আছেন বার্সিলোনার খেলোয়াড়রা। ছুটি শেষে বার্সার খেলোয়াড়রা ৩০ ডিসেম্বর অনুশীলনে ফিরবেন। তবে মেসি, সুয়ারেজ এবং জ্যাভিয়ের মাশ্চেরানো বাড়তি ছুটি ভোগ করবেন। এ প্রসঙ্গে এক বিবৃতিতে বার্সিলোনা জানায়, এফসি বার্সিলোনা এখন ক্রিসমাসের ছুটিতে রয়েছে। বার্নাব্যুতে শেষ বাঁশি বাজার এবং ৩-০ ব্যবধানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়ার পর থেকেই খেলোয়াড়দের উৎসবের ছুটি শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর অনুশীলনে যোগ দেয়া পর্যন্ত এটি চলবে। লুইস সুয়ারেজ, লিও মেসি ও মাশ্চেরানোকে নতুন বছরের ২ জানুয়ারি সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার জন্য ক্লাব অনুমতি দিয়েছে। বড়দিনের ছুটি শেষে বার্সিলোনার পরবর্তী ম্যাচ আগামী ৪ জানুয়ারি। কোপা ডেল রে’র শেষ ষোলোতে সেল্টা ডি ভিগোর মুখোমুখি হবে কাতালানরা। তিনদিন পর ঘরের মাঠে লা লিগায় লেভান্তেকে আতিথ্য দেবে আর্নেস্টো ভালভার্ডের দল। এদিকে গত নবেম্বরে চতুর্থ সন্তানের বাবা হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর পরিবারের সঙ্গে তাকে খুব একটা দেখা যায়নি। বড়দিনের আগে এই পর্তুগীজ তারকাকে অবশ্য দেখা যায় স্ত্রী-সন্তানের সঙ্গে। বার্নাব্যুতে চলমান মৌসুমে লা লিগার প্রথম এল ক্লাসিকোর আগে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটান সিআর সেভেন। বান্ধবী জর্জিনা রড্রিগুয়েজ ও সন্তানদের সঙ্গে রোনাল্ডোর একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পারিবারিক এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন রোনাল্ডোর বান্ধবী নিজেই। তবে এল ক্লাসিকোতে বাজে হারের কারণে বড়দিনের উৎসবে কিছুটা হলেও ভাটা গড়েছে পর্তুগীজ তারকার। তবে জানা গেছে, এসব নিয়ে মোটেও বিষণœ নন সুদর্শন সুপারস্টার। বরং স্ত্রী, সন্তানদের সঙ্গে নাকি তিনি চুটিয়ে অবসর সময় অতিবাহিত করছেন। উল্লেখ্য, রোনাল্ডো এখন চার সন্তানের বাবা। তার প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের বয়স সাত বছর। রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়াকের ঘরেই আসে তার প্রথম সন্তান। তার সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক চুকেবুকে যাওয়ার পরই এই পর্তুগীজ উইঙ্গার সম্পর্কে জড়ান স্পেনের জর্জিনার সঙ্গে। জর্জিনার ঘরে এসেছে রোনাল্ডোর তিন সন্তান। এ বছর জুলাইতে সারোগেটের (ভাড়াটে গর্ভধারিণী) মাধ্যমে জন্মলাভ করেছে রোনাল্ডোর যমজ সন্তান। মাটেও ও এভা জন্মের অল্প কিছুদিনের মধ্যে গত নবেম্বরে তাদের চতুর্থ সন্তান পৃথিবীর আলো দেখে। যাদের সঙ্গে তাদের সময়টা ভালই কাটছে।
×